লকডাউন অমান্য করায় কড়া হল প্রশাসন! চললো পুলিশি অভিযান - Bangla Hunt

লকডাউন অমান্য করায় কড়া হল প্রশাসন! চললো পুলিশি অভিযান

By Bangla Hunt Desk - April 21, 2020

বালুরঘাট ২১ এপ্রিল ; লকডাউন না মেনে রাস্তায় যানবাহন চলাচল রুখতে এবার নড়ে চড়ে বসলো বালুরঘাট থানার পুলিশ।

আজ সাধারন মানুষের বাজার করার নির্ধারিত সময় শেষ হওয়ার পরে, লকডাউন মেনে চলার জন্য বালুরঘাট শহরের বিভিন্ন রাস্তায় হানা দেয় পুলিশ। শহরের রাস্তায় অপ্রয়োজনে বেড় হওয়া টোটো গুলিকে আটক করতে শুরু করে। পাশাপাশি এভাবেই যারা প্রয়োজন ছাড়াই মোটর সাইকেল নিয়ে রাস্তায় বেড়িয়েছে তাদের আটক করতে শুরু করে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে চলে নাকা চেকিং।

বেশ কিছুদিন ধরেই বালুরঘাট শহরের বাসিন্দারা দেখতে পাচ্ছিল লকডাউনের মধ্যেই সরকারি বিধি অমান্য করে বালুরঘাট শহরে প্রচুর মানুষজন অপ্রয়োজনীয় কাজে ঘুড়ে বেড়ানোর পাশাপাশি প্রচুর টোটো চলাচল করছে শহরের রাস্তায়। এ ছাড়াও প্রচুর মোটরসাইকেলও শহরের রাস্তায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছিল। এই নিয়ে স্থানিওদের মধ্যে প্রশাসনের ভূমিকা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছিল।

সেদিকে লক্ষ্য রেখেই আজ বালুরঘাট থানার পুলিশ এসব অবৈধ ভাবে রাস্তায় বেড়নো টোটো ও মোটরসাইকেল আটক করতে শুরু করে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর