কলকাতা হাওড়ার পর এবার হুগলি কনটেনমেন্ট জোন! জারি হল বিজ্ঞপ্তি - Bangla Hunt

কলকাতা হাওড়ার পর এবার হুগলি কনটেনমেন্ট জোন! জারি হল বিজ্ঞপ্তি

By Bangla Hunt Desk - April 21, 2020

কলকাতা হাওড়ার পর এবার হুগলির বেশ কিছু জায়গায় কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করলো রাজ্য সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলেন জেলাশাসক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওই এলাকায় কারখানা থেকে প্রাইভেট অফিস, সহকারী অফিস সবই বন্ধ থাকবে।

করোনা মোকাবেলায় এবার আরও কড়া হলো রাজ্য। কলকাতার মোতায়েন করা হয়েছে কমব্যাট অ্যাকশন ফোর্স। কলকাতা হাওড়া সহ বিভিন্ন জেলায় চলছে নাকা চেকিং। জায়গায় জায়গায় ব্যারিকেড দিয়ে এলাকা সিল করে দেওয়া হচ্ছে। বাজারগুলোতেও চলছে কড়া নজরদারি, চলছে পুলিশি টহলদারি।

রাজ্যে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৫৪ করোনা আক্রান্তের হদিস মিলেছে। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট চিহ্নিত করা হয়েছে। এরপর পরিস্থিতি বিচার করে নতুন করে হুগলি জেলার ২০টা জায়গা কনটেনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করার বিজ্ঞপ্তি জারি করলো হুগলির জেলাশাসক। সেখানে সমস্ত ধরনের অফিস থেকে শুরু করে সরকারি অফিস এমনকি কল কারখানাও বন্ধ রাখার কথা করা হয়েছে। ইতিমধ্যেই হুগলি জেলার বেশ কিছু জায়গায় ব্যারিকেড করে দেওয়া হয়েছে। মানুষজনকে বাইরে বের হতে দেওয়া হচ্ছেনা। প্রশাসনের তরফে বলা হয়েছে কোন জরুরী কাজ ছাড়া বাইরে বেরোনো যাবে না। প্রশাসনের তরফে বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর