রাজ্যে রেকর্ড বৃদ্ধি করোনা আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় ৫৪ জন আক্রান্ত - Bangla Hunt

রাজ্যে রেকর্ড বৃদ্ধি করোনা আক্রান্তের সংখ্যা! ২৪ ঘণ্টায় ৫৪ জন আক্রান্ত

By Bangla Hunt Desk - April 20, 2020

আশঙ্কা সত্যি করেই বাংলার দ্রুত ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৫৪ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণ মিলেছে। সংখ্যার বিচারে একদিনে রেকর্ড বৃদ্ধি। সোমবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্য সচিব রাজীব কুমার। এ পর্যন্ত পাওয়া অনুযায়ী রাজ্যে ৫৪৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ১৩ শতাংশই করোনা পজিটিভ ধরা পড়ে। আশা করা যাচ্ছে পরীক্ষার সংখ্যা আরও বাড়লে সংক্রমনের সংখ্যা আরও বেশি করে ধরা পড়বে।

সোমবার মুখ্যসচিব রাজিব কুমারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে ৪১৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৫৪ জনেরই করোনা পজেটিভ পাওয়া গেছে। এছাড়াও খুশির খবর শোনান তিনি, তার কথায় এ পর্যন্ত রাজ্যে মোট ৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর