লকডাউন নিয়ে কড়া কেন্দ্র, রাজ্য আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল - Bangla Hunt

লকডাউন নিয়ে কড়া কেন্দ্র, রাজ্য আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল

By Bangla Hunt Desk - April 20, 2020

বাংলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। এই নিয়ে কেন্দ্রের তরফের রাজ্যকে জানানোর পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে বাংলার ৪ জেলা, বিশেষ করে হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হলো সেই সব এলাকাগুলিতে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে না। কেন্দ্র তরফেই জানানো হয়েছে ফুলের দোকান, মাংসের দোকান সহ অনেক দোকানে খোলা রয়েছে। ওইসব এলাকার বাজারগুলিতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

সূত্রের খবর কেন্দ্রের তরফে যে প্রতিনিধি দলটি কলকাতায় আসছেন সেই দলে ৫ জন প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধি দলটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই চার জেলার হটস্পট এলাকা গুলো ঘুরে দেখবেন তারা। সেখানে কি পরিস্থিতি, ঠিকমতো কাজ হচ্ছে কিনা মূলত সেগুলো খতিয়ে দেখবেন তারা এবং প্রয়োজনে পরামর্শও দেবেন।

দ্বিতীয় যেই প্রতিনিধিদলটি আসছেন তারা আসছেন উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এর জন্য। সেই প্রতিনিধিদলও পাঁচজন প্রতিনিধি থাকবেন। তারা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। হটস্পট এলাকাগুলোতে যাবেন তারা, কথা বলবেন সেখানকার মানুষের সঙ্গে। আগামী দিনে করোনা মোকাবিলায় প্রশাসনকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাবতীয় বিষয়গুলি খুঁটিয়ে দেখে তারা দিল্লিতে ফিরে যাবেন এবং কেন্দ্রকে রিপোর্ট দেবেন।

এর মূল উদ্দেশ্য হল যে সমস্ত এলাকা গুলিতে আক্রান্তের সংখ্যা বেশি বা হটস্পট বলে চিহ্নিত সেই সমস্ত এলাকায় যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে বা সেই সমস্ত এলাকায় ঠিকমত কাজ হচ্ছে কিনা লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় গুলো দেখায় তাদের মূল উদ্দেশ্য।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর