বাংলায় লকডাউন ঠিকমতো মানা হচ্ছে না। এই নিয়ে কেন্দ্রের তরফের রাজ্যকে জানানোর পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে বাংলার ৪ জেলা, বিশেষ করে হাওড়া, পূর্ব মেদিনীপুর, কলকাতা ও উত্তর ২৪ পরগনা করোনা হটস্পট হিসেবে চিহ্নিত হলো সেই সব এলাকাগুলিতে লকডাউন ঠিকমতো পালন হচ্ছে না। কেন্দ্র তরফেই জানানো হয়েছে ফুলের দোকান, মাংসের দোকান সহ অনেক দোকানে খোলা রয়েছে। ওইসব এলাকার বাজারগুলিতে যথেষ্ট ভীড় লক্ষ্য করা যাচ্ছে। তাই এবার কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে জানানো পরেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
সূত্রের খবর কেন্দ্রের তরফে যে প্রতিনিধি দলটি কলকাতায় আসছেন সেই দলে ৫ জন প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধি দলটি কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এই চার জেলার হটস্পট এলাকা গুলো ঘুরে দেখবেন তারা। সেখানে কি পরিস্থিতি, ঠিকমতো কাজ হচ্ছে কিনা মূলত সেগুলো খতিয়ে দেখবেন তারা এবং প্রয়োজনে পরামর্শও দেবেন।
দ্বিতীয় যেই প্রতিনিধিদলটি আসছেন তারা আসছেন উত্তরবঙ্গের জন্য, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এর জন্য। সেই প্রতিনিধিদলও পাঁচজন প্রতিনিধি থাকবেন। তারা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং এর বিভিন্ন এলাকা ঘুরে দেখবেন। হটস্পট এলাকাগুলোতে যাবেন তারা, কথা বলবেন সেখানকার মানুষের সঙ্গে। আগামী দিনে করোনা মোকাবিলায় প্রশাসনকে কি ধরনের ব্যবস্থা নিতে হবে বা ব্যবস্থা নেওয়া প্রয়োজন যাবতীয় বিষয়গুলি খুঁটিয়ে দেখে তারা দিল্লিতে ফিরে যাবেন এবং কেন্দ্রকে রিপোর্ট দেবেন।
এর মূল উদ্দেশ্য হল যে সমস্ত এলাকা গুলিতে আক্রান্তের সংখ্যা বেশি বা হটস্পট বলে চিহ্নিত সেই সমস্ত এলাকায় যাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে বা সেই সমস্ত এলাকায় ঠিকমত কাজ হচ্ছে কিনা লকডাউন ঠিকমতো মানা হচ্ছে কিনা এই সমস্ত বিষয় গুলো দেখায় তাদের মূল উদ্দেশ্য।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!