শ্রমিকের অভাব, কীটনাশক কালোবাজারি, মালদায় চরম সমস্যায় আম চাষিরা। - Bangla Hunt

শ্রমিকের অভাব, কীটনাশক কালোবাজারি, মালদায় চরম সমস্যায় আম চাষিরা।

By Bangla Hunt Desk - April 19, 2020

মালদা ; লকডাউনের জেরে শ্রমিকের অভাব, ও কীটনাশক ওষুধের কালোবাজারির ফলে চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষিরা। সম্প্রতি বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টির ফলে অনেক আমের মুকুল ঝরে গেছে। যেটুকু মুকুল আছে সেটা আবার পোকার জন্য নষ্ট হয়ে যেতে বসেছে। এতে চরম সমস্যায় পড়েছে আম চাষিরা।

লকডাউনের জেরে একেতো শ্রমিকের অভাব, অন্যদিকে কীটনাশক ওষুধের কালোবাজারি, ফলে চরম সমস্যায় পড়েছে মালদা জেলার আম চাষ। সম্প্রতি বৃষ্টিতে আমের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনই দৃশ্য দেখা গেল ইংরেজবাজারের সাগরদিঘির আমবাগান গুলিতে। যেটুকু মুকুল আছে তাকে বাঁচাতে এই মুহূর্তে প্রয়োজন কীটনাশক স্প্রে । কিন্তু এই মুহূর্তে লকডাউনের মাঝে পাওয়া যাচ্ছে না কীটনাশক ঔষধ। যদিও বা পাওয়া যাচ্ছে চড়া দামে কিনতে হচ্ছে আমচাষীদের। আমচাষীদের অভিযোগ ১ লিটার একটি কীটনাশক ওষুধ কিনতে তাদের ২০০ থেকে ৩০০ টাকা বেশি দিতে হচ্ছে। এছাড়া লকডাউন থাকায় স্প্রে করার জন্য শ্রমিকের অভাব দেখা দিয়েছে। ফলে এখন চরম সমস্যায় পড়েছেন মালদা জেলার আম চাষিরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর