মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর মালদায় কড়াকড়ি পুলিশের! মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং - Bangla Hunt

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর মালদায় কড়াকড়ি পুলিশের! মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং

By Bangla Hunt Desk - April 18, 2020

মালদা ; দেশ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলাতেও চলছে নাকা চেকিং। মালদা জেলাতেও বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে গাড়ি থামিয়ে চলছে নাকা চেকিং। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই আরো কড়া হয় পুলিশ। মালদা জেলার পাশাপাশি রাজ্যের সর্বত্রই চলছে নজরদারি। শনিবার হবিবপুর থানার পুলিশ আধিকারিকরা মালদার বিভিন্ন বাজার সহ বিভিন্ন এলাকায় টহল দেন। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান ছাড়া যেসব দোকান খোলা ছিল সেগুলো বন্ধে অভিযান চালায় পুলিশের একটি দল।

অত্যাবশ্যকীয় পন্যের দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে হবে, না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন পুলিশ আধিকারিকরা। মাক্স না পড়ে বাজার করতে আসা মানুষদের সচেতন করতে প্রশাসনের তরফে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। ব্যাঙ্কে আসা জনসাধারণকে, মাস্ক পরে না থাকা গ্রাহকদের কড়া ভাষায় সচেতন করেন। এবং প্রাশসন তরফে জনসাধারন কে জানিয়ে দেওয়া হয় মাস্ক ছাড়া জরুরী কাজে যাতে বাড়ি থেকে না বের হন। অন্যদিকে, মালদার প্রতিটি রাস্তায় পুলিশের নাকা চেকিং শুরু হয়েছে। সাধারণ মানুষকে বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রশাসনের তরফে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর