গোটা দেশের সঙ্গে রাজ্যজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মুহূর্তে রাজ্যে হাওড়া জেলার পরিস্থিতি খুবই উদ্বেগজনক। গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা ওড়াচ্ছে না প্রশাসন। বিশ্বে এখনো যেহেতু করোনার কোন প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি, তাই লকডাউনই হল করোনা সংক্রমণ রোক্ষার একমাত্র পথ। আর তা কঠোরভাবে পালন করতেই হবে। আর তা না হলে গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা রয়েছে। তা মেনে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, যেমন বাজারে ভিড় করা চলবে না। বাইরে বেরোলে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে। সব সময় সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আর তা না মানলে এবার নামানো হবে সশস্ত্র পুলিশ বাহিনী, নবান্ন থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
বিশেষত রাজ্যে যেইসব জায়গাগুলোতে রেড জোন চিহ্নিত করা হয়েছে সেই সব জায়গার পুলিশ সুপারদের ভিডিও কনফারেন্স থেকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের রেড জোন চিহ্নিত জায়গাগুলোতে আরো বেশি করে পুলিশি নজরদারি করার কথা বলেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে কলকাতা ও হাওড়া জেলার কিছু অংশে পূর্ণ লকডাউন করার কথা বলেন তিনি।
আজ নবান্নে সাংবাদিক বৈঠকে বিশেষ করে হাওড়া জেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী সাফ নির্দেশ দেন সামাজিক দূরত্ব মেনে চলতেই হবে, আড্ডামারা অকারণে বাড়ির বাইরে বেরোনো, মেলামেশা একেবারেই বন্ধ করতে হবে। বাজারগুলোতে ঘনঘন স্যানিটাইজেশান করতে হবে। মাক্স পরা বাধ্যতামূলক করতে হবে। কেউ মাক্স না পরে বাজারে গেলে, তাকে যেন বাজারে ঢুকতে দেওয়া না হয়, সেই দিকে লক্ষ্য রাখতে হবে। বাজারের দোকানগুলোতে ভিড় করা চলবে না। কোন দোকানে ৫ জনের বেশি দাঁড় করানো যাবে না। হাওড়ার পুলিশ সুপারকে এই সমস্ত বিষয় কড়া ভাবে দেখার জন্য নির্দেশ দেন তিনি।
রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে রাজ্যে করোনা আক্রান্ত সংখ্যা বেড়ে ১৬২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!