রেশন বন্টন নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়! সরিয়ে দিলেন খাদ্য সচিবকে - Bangla Hunt

রেশন বন্টন নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়! সরিয়ে দিলেন খাদ্য সচিবকে

By Bangla Hunt Desk - April 16, 2020

দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে খাদ্য সংকট। চরম খাদ্যাভাব দেখা দিয়েছে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর। এই পরিস্থিতিতে রাজ্যে যাতে সুষ্ঠুভাবে রেশন বন্টন হয় সেইজন্য সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিল এক মাসে রেশন একবারে দেওয়ার কথা। কিন্তু তারপর রাজ্যে এই রেশন বন্টন নিয়ে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একের পর এক দুর্নীতি।

রাজ্যে রেশন বন্টন ব্যবস্থা নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরিয়ে দিলেন খাদ্য সচিব মনোজ আগরওয়ালকে। এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রেশন বন্টন নিয়ে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। এমনকি মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধমক শুনতে হয় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। এরপরে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে নতুন খাদ্য সচিব নিয়োগ করার কথা জানান। নতুন খাদ্য সচিব হচ্ছেন পারভেজ আহমেদ সিদ্দিকী।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানান সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি রেশনের চাল কেনে। তাই রেশন দোকানের রেশন নিয়ে চিন্তার কোন কারণ নেই। রাজ্যে ৯০% মানুষকে একমাসের রেশন পেয়েছে। কিন্তু নির্দেশ থাকা সত্ত্বেও বাকি ১০% মানুষ অর্ধেক রেশন পেয়েছেন। তাই নতুন খাদ্য সচিব নিয়োগ করা হলো। যারা অর্ধেক রেশন পেয়েছেন তারা বাকি রেশনে এ মাসেই পেয়ে যাবেন। আর আগামী ৬ মাস বিনামূল্যে রেশনে চাল গম দেওয়া হবে, এবং এক মাসে রেশন একসঙ্গেই দেওয়া হবে। এর পরে কোন রেশন ডিলার সরকারি নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর