এবার করোনা আক্রান্ত পিজা ডেলিভারি বয়! কোয়ারেন্টাইনে ৭০ টি পরিবার - Bangla Hunt

এবার করোনা আক্রান্ত পিজা ডেলিভারি বয়! কোয়ারেন্টাইনে ৭০ টি পরিবার

By Bangla Hunt Desk - April 16, 2020

দেশে দিন দিন ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এবার করোনা আতঙ্ক ছড়ালো দিল্লির এক ডেলিভারি বয়ের থেকে। তার জেরে কোয়ারেন্টাইনে পাঠানো হলো দক্ষিণ দিল্লির ৭০ টি পরিবারকে।

জানা গিয়েছে আক্রান্ত ডেলিভারি বয় দক্ষিণ দিল্লির সাবিত্রি নগরের বাসিন্দা। কুড়ি দিন আগে তার শরীরে করার উপসর্গ দেখা গিয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সোয়াব টেস্ট করানো হয়। তারপরই তার রিপোর্ট পজিটিভ আসে।

এপ্রিল মাসের ১২ তারিখ পর্যন্ত পিজা ডেলিভারি করেছে ওই যুবক। গত ১৫ দিনে এই যুবক খাবার পৌঁছে দিয়েছে প্রায় ৭২ টি পরিবারের কাছে। ওই যুবক খাবার পৌঁছে দিয়েছে হজ খাস, মালভিয়া নগর ও সাবিত্রী নগরের মতো দিল্লির ব্যস্ত জায়গায়। বছর উনিশের ওই যুবক এখন আরএমএল হাসপাতালে চিকিৎসাধীন। তার পরিবারের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং ছত্তরপুরে কোয়ারেন্টাইনে রয়েছে তাঁর সংস্পর্শে আসা বাকি সব ডেলিভারী এজেন্টরা।

আক্রান্ত ছেলেটির কোনও ভ্রমণ ইতিহাস নেই। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে কোনও করোনা সংক্রামিত ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দিতে গিয়েই আক্রান্ত হয়েছে এই যুবক। একটি বিবৃতিতে খাবার ডেলিভারি সংস্থা জোমেটো জানিয়েছে আক্রান্ত ছেলেটি মালভিয়া নগরে অনেক জায়গায় খাবার পৌঁছে দিয়েছিল। সংস্থা জানতো না যে ছেলেটি করোনা আক্রান্ত। যে রেষ্টুরেন্ট থেকে ছেলেটি খাবার নিয়ে গিয়েছিল, ইতিমধ্যে সেটি বন্ধ করা হয়েছে।

ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। এছাড়া বেশ কয়েকটি জায়গা হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই সব জায়গায় প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে

মহারাষ্ট্রের পর সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে দিল্লী। আক্রান্তের সংখ্যা ১৫০০ পেরিয়ে গিয়েছে। সেই কারণে দিল্লির বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশান করা হচ্ছে। দিল্লিতে মাক্স ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। কোথাও সংক্রমনের খবর এলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর