বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে ফাঁসি দিলো বাংলাদেশ - Bangla Hunt

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদকে ফাঁসি দিলো বাংলাদেশ

By Bangla Hunt Desk - April 11, 2020

ঢাকা ; চরম অপরাধের শাস্তি পেল বঙ্গবন্ধুর খুনি। শনিবার রাত ১২ টা বেজে ১ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হল বন্ধবন্ধুর খুনি আব্দুল মাজেদর কে। গত সোমবারই মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ফাঁসির সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ছিল যথেষ্টই জোরদার। পুলিশ ও রেপিড একশন ব্যাটালিয়নের বাহিনী সেখানে মোতায়েন ছিল। ছিল কারারক্ষী বাহিনীও।

ফাঁসির পর তার দেহ পাঁচ মিনিট ঝুলিয়ে রাখা হয়, তারপর নিচে নামিয়ে আনা হয়। ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। কুরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এটি ছিল প্রথম ফাঁসি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তার ফাঁসি নিশ্চিত করেন।

এর আগে ২০১০ সালের ২৭ জানুয়ারি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পালিয়ে আছেন। এঁদের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় ও এ এম রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়।

অন্য তিনজন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন পলাতক, তাদের সম্বন্ধে বাংলাদেশ সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।

মাজেদের ফাঁসি কার্যকর করা নিয়ে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে বিকেল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী চারদিক থেকে কারাগার ঘেরাও করে রাখে।

সূত্রের খবর, ফাঁসি কার্যকর করতে রাত ১২টা ১ মিনিট নির্ধারণ করা হয়। নিয়ম অনুসারে ফাঁসির আগে শুক্রবার আবদুল মাজেদের পরিবার,তাঁর সঙ্গে দেখা করে।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুনের পর এই মূল আসামিরা পালিয়ে যান। তারা বিভিন্ন দেশে আত্মগোপন করে রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের বিচারের পর ফাঁসিও হয়। কিন্তু আব্দুল মাজেদ কোথায় ছিল সেই সম্বন্ধে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না বাংলাদেশ সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে ধরা পরে আইনের বিচার থেকে রেহাই পেল না মাজেদ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর