ঢাকা ; চরম অপরাধের শাস্তি পেল বঙ্গবন্ধুর খুনি। শনিবার রাত ১২ টা বেজে ১ মিনিটে ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দেওয়া হল বন্ধবন্ধুর খুনি আব্দুল মাজেদর কে। গত সোমবারই মাজেদকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। ফাঁসির সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা ছিল যথেষ্টই জোরদার। পুলিশ ও রেপিড একশন ব্যাটালিয়নের বাহিনী সেখানে মোতায়েন ছিল। ছিল কারারক্ষী বাহিনীও।
ফাঁসির পর তার দেহ পাঁচ মিনিট ঝুলিয়ে রাখা হয়, তারপর নিচে নামিয়ে আনা হয়। ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসি দেওয়া হয়। কুরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এটি ছিল প্রথম ফাঁসি। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম তার ফাঁসি নিশ্চিত করেন।
এর আগে ২০১০ সালের ২৭ জানুয়ারি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পালিয়ে আছেন। এঁদের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় ও এ এম রাশেদ চৌধুরী আছেন আমেরিকায়।
অন্য তিনজন খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম ও মোসলেম উদ্দিন পলাতক, তাদের সম্বন্ধে বাংলাদেশ সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। এ ছাড়া ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আরেক আসামি আজিজ পাশা ২০০২ সালে পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যান।
মাজেদের ফাঁসি কার্যকর করা নিয়ে শনিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের চারপাশে বিকেল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়। পুলিশের তিন স্তরের নিরাপত্তাবেষ্টনী চারদিক থেকে কারাগার ঘেরাও করে রাখে।
সূত্রের খবর, ফাঁসি কার্যকর করতে রাত ১২টা ১ মিনিট নির্ধারণ করা হয়। নিয়ম অনুসারে ফাঁসির আগে শুক্রবার আবদুল মাজেদের পরিবার,তাঁর সঙ্গে দেখা করে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে খুনের পর এই মূল আসামিরা পালিয়ে যান। তারা বিভিন্ন দেশে আত্মগোপন করে রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের বিচারের পর ফাঁসিও হয়। কিন্তু আব্দুল মাজেদ কোথায় ছিল সেই সম্বন্ধে নির্দিষ্ট কোনো তথ্য ছিল না বাংলাদেশ সরকারের কাছে। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ সরকারের হাতে ধরা পরে আইনের বিচার থেকে রেহাই পেল না মাজেদ।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!