অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ নিয়ে কালোবাজারি করলেই ৭ বছরের জেল ও জরিমানা! - Bangla Hunt

অত্যাবশ্যকীয় পণ্য ও ওষুধ নিয়ে কালোবাজারি করলেই ৭ বছরের জেল ও জরিমানা!

By Bangla Hunt Desk - April 08, 2020

করোনা আতঙ্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছে। আরে লকডাউনের জেরে হু হু করে বাড়ছে জিনিসপত্রের দাম। ঔষধ এবং অত্যাবশ্যকীয় পণ্য এই লকডাউনের আওতা থেকে ছাড় দেওয়া হলেও সেগুলো নিয়েও শুরু হয়েছে কালোবাজারি। তাই এবারে কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল কেন্দ্র। ঔষধ, মেডিকেল সামগ্রী ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ে যারা কালোবাজারে করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ দিল কেন্দ্র। এই নিয়ে সব রাজ্যের মুখ্য সচিবকে এই মর্মে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। ঔষধ এবং অত্যাবশ্যকীয় পণ্যের কালোবাজারি করলেই ৭ বছরের জেল ও জরিমানা নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

উল্লেখ্য আগামী ১৪ এপ্রিল লকডাউন তুলে নেওয়া হবে নাকি তার মেয়াদ আরো বাড়ানো হবে এই নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কেন্দ্রীয় সরকার। তবে এই নিয়ে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এই মুহূর্তে লকডাউন তুলে নেওয়া সম্ভব নয়। তবে এ নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর