মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নামে 'হোম কোয়ারেন্টাইন' নোটিশ আবাসনের দেওয়ালে! তুঙ্গে বিতর্ক - Bangla Hunt

মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নামে ‘হোম কোয়ারেন্টাইন’ নোটিশ আবাসনের দেওয়ালে! তুঙ্গে বিতর্ক

By Bangla Hunt Desk - April 07, 2020

রায়গঞ্জ ৭ এপ্রিল ; নিয়ম অনুযায়ী হোম কোয়ারেন্টাইনের নোটিশ লাগানোর কথা ছিল কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ফ্ল্যাটের বাইরে। কিন্তু নিয়ম বর্হিভূতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর আবাসনের ঘরের দেওয়ালে লাগানো হলো স্বাস্থ্য দপ্তরের হোম কোয়ারেন্টাইনের নোটিশ। বিষয়টি আবাসনের সকলের নজরে পড়তেই শুরু হয়েছে চাপানউতোর। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মন্ত্রীরা আবাসনের অন্যান্য বাসিন্দারা।

কয়েকদিনের টান পোড়নের পর রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরীর আবাসনে কোয়ারান্টাইন নোটিশ লাগাতে সক্ষম হলো উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।

মন্ত্রীর আবাসনের একদম বাইরের দিকে হোম কোয়ারান্টাইন নোটিশ লাগানো হয় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। মন্ত্রীর নাম লেখা পোস্টারে ৩১ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত হোম কোয়ারান্টাইন পিরিয়ডের উল্লেখ রয়েছে। পুরো বিষয়টি নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন “কে কোথায় নোটিশ ঝুলছে আমার জানার নেই। সেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছি না। তবে এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়”।

দিল্লি থেকে নিজের সাংসদ এলাকায় ফিরেই কোয়ারাইন্টানে না থেকে কেন্দ্রীয় মন্ত্রী শহরের রাস্তায় নেমে মাস্ক বিলি করা নিয়েই রায়গঞ্জ শহর জুড়ে বিতর্ক দেখা দেয়। এব্যাপারে জেলা শাসক ও থানায় ও লিখিত অভিযোগ জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতে বিগত কয়েকদিন থেকেই মন্ত্রীর বাড়িতে কোয়ারান্টাইনের নোটিশ সাঁটানো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে রায়গঞ্জে। প্রথম পঞ্চায়েত স্তরের দুই স্বাস্থ্য কর্মী, পরে ব্লক স্বাস্থ্য আধিকারিক ও রায়গঞ্জ থানার আইসি নোটিশ সাঁটতে গিয়ে মন্ত্রীর বাধা পেয়ে ফিরে আসেন। তবে সোমবার সবার অজান্তেই কার্যত এই নোটিশ মন্ত্রীর আবাসনের সামনে লাগানো হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর