৩ জুন পর্যন্ত বাড়ানো হোক লকডাউন, আর্জি প্রধানমন্ত্রীকে - Bangla Hunt

৩ জুন পর্যন্ত বাড়ানো হোক লকডাউন, আর্জি প্রধানমন্ত্রীকে

By Bangla Hunt Desk - April 06, 2020

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে করোনা আক্রান্তের সংখ্যায় শীর্ষে পৌঁছতে পারে ভারত। আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত ভারতে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১৪ই এপ্রিলের পর লকডাউন শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আক্রান্তের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে তাতে লকডাউন আদৌ শেষ হবে কিনা সে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

যদিও এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে লকডাউন বাড়ানো নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে পরিস্থিতি দেখেই আগামী দিনে তা ঠিক হবে বলে মনে করা হচ্ছে।

এর মধ্যেই সোমবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ‘কে চন্দ্রশেখর’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে লকডাউনের সময়সীমা ৩ জুন পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছেন।

মার্কিন উপদেষ্টা সংস্থার দেওয়া রিপোর্ট অনুযায়ী ৩ জুন পর্যন্ত লকডাউন বাড়ালে ভারতের জন্যই ভালো হবে। একমাত্র লকডাউনই পারে এই সংক্রমণকে ঠেকাতে। তাই লম্বা লকডাউন জরুরী। একই সঙ্গে চিকিৎসকদের দাবি করোনা মোকাবেলা করতে লকডাউন অত্যন্ত জরুরী। লকডাউন ছাড়া কোন উপায় নেই।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তেলেঙ্গানায় করোনা আক্রান্তে সংখ্যা ৩২১। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই দিল্লীর নিজামউদ্দিনের ঘটনার সঙ্গে যোগ রয়েছে। সেইখান থেকেই বেশি পরিমাণে সংক্রমণ ছড়িয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর