করোনা রুখতে বেনোজির সিদ্ধান্ত নিল কেন্দ্র! মন্ত্রী ও সাংসদদের বেতন ৩০% কমালো কেন্দ্র - Bangla Hunt

করোনা রুখতে বেনোজির সিদ্ধান্ত নিল কেন্দ্র! মন্ত্রী ও সাংসদদের বেতন ৩০% কমালো কেন্দ্র

By Bangla Hunt Desk - April 06, 2020

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বেনজির সিদ্ধান্ত নিল মোদি সরকার। দেশের সমস্ত সংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীর বেতনও ৩০ শতাংশ কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদি সরকার। সোমবারই মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। সেই বৈঠকেই ঠিক হয় সরকার খুব শিগগিরই একটি অর্ডিন্যান্স জারি করবে। পরে সংসদের অধিবেশন শুরু হলেই এই সংক্রান্ত একটি আইন আনা হবে এবং পরে তা রাষ্ট্রপতি সই করলেই আইনে পরিণত হবে।

দেশজুড়ে এই সংকটময় পরিস্থিতির মধ্যেই সোমবার মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকেই ঠিক হয় আগামী এক বছরের জন্য সাংসদরা ৩০% বেতন কম নেবেন। সঙ্গে সঙ্গেই অর্ডিন্যান্স আনার সিদ্ধান্ত নেওয়া হয়। অর্ডিন্যান্স আনার পর রাষ্ট্রপতি সই করলেই এটি কার্যকর হয়ে যাবে। আগামী ১ ই এপ্রিল থেকেই এই অর্ডিন্যান্স কার্যকর করতে চায় কেন্দ্র। শুধু তাই নয় বৈঠকে ঠিক হয় আগামী দু’বছরের জন্য সাংসদদের কোন টাকা দেওয়া হবে না অর্থাৎ এমপি ল্যান্ডে কোন টাকা দেওয়া হবে না।

তারপরে সাংবাদিক সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি বলেন এটা দেশের প্রতি আমাদের একটা দায়িত্ব। বলতে গেলে সাংসদরা দেশের জন্য একটা ত্যাগ করেছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর