জনধন একাউন্টে টাকা এসেছে, খবর চাউর হতেই ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড় - Bangla Hunt

জনধন একাউন্টে টাকা এসেছে, খবর চাউর হতেই ব্যাংকগুলোতে উপচে পড়া ভিড়

By Bangla Hunt Desk - April 06, 2020

করোনা সারাবিশ্বে মহামারী রূপ নিয়েছে। ভারতীয় এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে। তাই করোনা ভাইরাস সংক্রমণ রুখতে কেন্দ্রীয় ত্রাণ হিসাবে মহিলা জনধন একাউন্টধারীদের ৫০০ টাকা করে দেওয়া শুরু করে মোদি সরকার। আর একাউন্টে সেই টাকা জমা পড়তেই ব্যাঙ্ক গুলিতে উপচে পড়া ভিড়। কোথাও আবার ভিড় সামলাতে ময়দানে নামতে হয় পুলিশকে।

জনধন একাউন্টে টাকা জমা পড়লে ভিড় যে বাড়বে সেই আশঙ্কা আগে থেকেই ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকের। তাই ধাপে ধাপে একাউন্টে শেষ নাম্বার ধরে টাকা জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু তাতেও কিছু লাভ হল না। একাউন্টে টাকা জমা পড়ার খবর চাউর হতেই জেলায় জেলায় ব্যাঙ্ক গুলিতে উপচে পড়া ভিড়।

ভিড় সামলাতে রীতিমত হিমশিম খেতে হয় ব্যাংক কর্মীদের।
এদিন মালদা, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক জেলার ব্যাংক গুলিতে ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ইউনাইটেড ব্যাংকে ভিড় সামলাতে ময়দানে নামতে হয় পুলিশকে। ব্যাংকের ম্যানেজার জানান কাদের টাকা এসেছে এবং বাকিদের টাকা কবে আসবে তা জানিয়ে দেওয়ার পরেও ধাক্কাধাক্কি শুরু করতে থাকেন মানুষজন। ফলে পুলিশকে খবর দিতে বাধ্য হন তিনি। অবশেষে পুলিশ আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর