করোনায় কেমন আছে গোটা বিশ্ব! আক্রান্ত, মৃতের সংখ্যাই বা কত, আসুন জেনে নি - Bangla Hunt

করোনায় কেমন আছে গোটা বিশ্ব! আক্রান্ত, মৃতের সংখ্যাই বা কত, আসুন জেনে নি

By Bangla Hunt Desk - March 26, 2020

করোনা ভাইরাসের সংক্রমণ সারাবিশ্বে হু হু করে বাড়ছে। সারা বিশ্বে এই মুহূর্তে ১৯৩ টি দেশে করোনা ভাইরাসের দ্বারা সংক্রামিত। গোটা বিশ্বের সমস্ত দেশ একে অপরের থেকে বিচ্ছিন্ন। ভেঙে পড়েছে অর্থনৈতিক ব্যবস্থা। এই মুহূর্তে কি অবস্থা গোটা বিশ্বের। আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যাই বা কতো। আসুন জেনেনি।

করোনা ভাইরাসের হামলায় প্রতিমুহূর্তে আক্রান্ত মৃতের সংখ্যা বাড়ছে। চীনের পর এই করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালি এবং স্পেনে। এই দুটি দেশ মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ৯ হাজারের কাছাকাছি। জনসংখ্যার বিচারে এই তথ্য যতটা না উদ্বেগজনক তার থেকেও বেশি চিন্তার কারণ হলো এই ভাইরাসের কোন প্রতিষেধক না বের হওয়া। আর প্রতিশোধক না থাকায় কারণেই সারা বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এই করোনাভাইরাস। এই কারণেই বিশ্বের সমস্ত দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। আর এই অবস্থা চলতে থাকলে কিছুদিনের মধ্যেই বিশ্বের অর্থনৈতিক অবস্থা পুরো ভেঙে পড়বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর রিপোর্ট অনুযায়ী এই মুহূর্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। মৃতের সংখ্যা ২১ হাজার ৬৪২ জন। সুস্থ হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৬৪২ জন এবং চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৩৩হাজার ৪৮৭ জন।

পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্রও এই করোনাভাইরাস ছোবল থেকে বাদ যায়নি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৫৭১ জন। এবং মৃতের সংখ্যা ৯৪৭ জন।

আর আমাদের দেশ ভারত অল্প স্বস্তিতে রয়েছে। জনসংখ্যার বিচারে ভারত পৃথিবীতে দ্বিতীয় হলেও, সরকারের সাবধানতার কারণে এখনো পর্যন্ত করোনা ভাইরাস এর সংক্রমণ সেভাবে ছড়ায়নি। সারা দেশজুড়ে লকডাউন চলছে। যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ১৫।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর