মালদাঃ বেহাল রাস্তার প্রতিবাদ জানিয়ে তৃণমূলের ইংরেজবাজার ব্লক সভানেত্রী প্রতিভা সিংহকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন দলেরই একাংশ নেতাকর্মীরা। এমনকি এই বিক্ষোভে সামিল হয়েছিলেন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের অমৃতি গ্রাম পঞ্চায়েতের বানিয়া গ্রামের স্ট্যান্ড এলাকায়। রীতিমতো তৃণমূলেরই একাংশ নেতাকর্মীরা ওই এলাকায় রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভ দেখানো হয় তৃণমূল নেত্রী প্রতিভা সিংহকে।
যদিও এদিন ইংরেজবাজার ব্লকের তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ দিদির দূত হিসাবে ওই গ্রামে গিয়েছিলেন। কিন্তু গ্রামের একাধিক সমস্যার প্রতিবাদ জানিয়ে তৃণমূল নেত্রীর সামনেই বিক্ষোভে ফেটে পড়েন দলেরই একাংশ নেতাকর্মীরা। এবং তাদের সঙ্গে সামিল হন কয়েকশো গ্রামবাসী। আর এই বিক্ষোভের জেরে চরম অসস্তিতে পড়ে যান জেলা তৃণমূল নেত্রী প্রতিভা সিংহ । তিনি বর্তমানে মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ পদে রয়েছেন।
এদিকেই বিক্ষেভের খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। প্রায় এক ঘন্টা অবরোধ বিক্ষোভ চলার পর পুলিশি আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়।
এদিকে স্থানীয় তৃণমূল নেতা নাসিমুল ইসলাম সহ আরো বেশ কিছু দলীয় নেতাকর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এই এলাকায় কোন উন্নয়নমূলক কাজ হয় নি। রাস্তার বেহাল অবস্থা তো রয়েছেই। তাছাড়াও সংশ্লিষ্ট এলাকার একটি কবরস্থানের জন্য হাইমাস টাওয়ারের ব্যবস্থা করা হলেও, সেটি এই কবরস্থানে বসানো হয় নি। সেটি অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও তৃণমূলের ব্লক সভানেত্রী প্রতিভা সিংহ নিজের খেয়াল খুশি মতো এই এলাকার অঞ্চল কমিটি গঠন করেছেন। যাদেরকে মানুষ পছন্দ করছে না, তাদেরকে কমিটিতে বড় বড় পদ দেওয়া হয়েছে।
এদিন বিক্ষোভকারী তৃণমূলের, একাংশ নেতাকর্মীদের অভিযোগ, ইংরেজবাজার ব্লকের সভানেত্রী প্রতিভা সিংহকে এব্যাপারে এদিন ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছে। এমনকি গ্রামে দিদির দূত কর্মসূচিও করতে দেন নি ক্ষিপ্ত বাসিন্দারা। বাধ্য হয়ে ওই তৃণমূল নেত্রীকে ফিরে যেতে হয়েছে।
যদি এপ্রসঙ্গে ইংরেজবাজার ব্লক তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিংহ বলেন, এলাকায় রাস্তা বেহাল রয়েছে এ কথা ঠিক। যা নিয়ে মানুষের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছিল। কিন্তু যে এলাকার রাস্তা নিয়ে এদিন অসন্তোষ দেখানো হয়েছে। সেই এলাকার রাস্তার টেন্ডার অনেকদিন আগেই হয়ে গেছে। খুব শীঘ্রই এলাকার রাস্তা তৈরির কাজ হবে। আর যেসব অন্যান্য অভিযোগ তোলা হচ্ছে তার কোন ভিত্তি নেই । দলের কোন নেতা কর্মীরা ছিলেন না। যে অভিযোগ করা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!