বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির - Bangla Hunt

বান্ধবীকে নিয়ে হোটেলে সময় কাটাতে এসে মদের সঙ্গে ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যু ব্যাক্তির

By Bangla Hunt Desk - March 07, 2023

মদের সাথে দুটি ভায়াগ্রা ট্যাবলেট খেয়ে মৃত্যুর কোলে ঢলে পরলো ৪১ বছর বয়সী এক ব্যক্তি! জানা গিয়েছে, ৪১ বছরের ওই ব্যক্তি মদের সঙ্গে যৌনক্ষমতাবর্ধক ওষুধ খেয়েছিলেন। তার পর দিন সকাল থেকেই তাঁর অবস্থার অবনতি হয়। শুরু হয় বমি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সম্প্রতি এমনই একটি ‘কেস স্টাডি’ প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ ফরেন্সিক অ্যান্ড লিগাল মেডিসিন’-এ।

আরো পড়ুন- সিরিয়ায় ভূমিকম্পে পিতৃহারা কিশোরকে বুকে টেনে নিলেন রোনাল্ডো

ঠিক কী ঘটেছিল? চিকিৎসকরা জানাচ্ছেন, ৪১ বছর বয়সী ওই ব্যক্তি নাগপুরের একটি হোটেলে উঠেছিলেন তাঁর বান্ধবীর সঙ্গে। সেখানেই মদের সঙ্গে তিনি খেয়ে ফেলেন দু’টি ‘সিল্ডেনাফিল’-এর ৫০ মিলিগ্রামের ট্যাবলেট। যা ‘ভায়াগ্রা’ ব্র্যান্ড নাম দিয়ে বাজারে বিক্রি হয়। ওই ওষুধ খেলে পুরুষের যৌনক্ষমতা বৃদ্ধি পায়। পর দিন সকাল থেকেই ওই ব্যক্তির শরীর খারাপ হতে শুরু করে। ঘনঘন বমি করতে থাকেন। সেই সময় তাঁর বান্ধবী তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। প্রতিবেদনে লেখা হয়েছে, আগেও তাঁর এমন উপসর্গ হয়েছে জানিয়ে বান্ধবীর পরামর্শ মানতে চাননি ওই ব্যক্তি। কিছু ক্ষণের মধ্যেই কাহিল হয়ে পড়েন তিনি। তখন তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, ওই ব্যক্তির কোনও শারীরিক অসুস্থতা ছিল না। কিন্তু ভায়াগ্রা গ্রহণ করার পর তাঁর মস্তিষ্কে অক্সিজেন পৌঁচ্ছছিল না। আর সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গবেষকদের দাবি, এই বিরল ঘটনার উল্লেখ তাঁরা এই জন্য়ই করেছেন যাতে কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়া যৌনশক্তিবর্ধক ওষুধ না খান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর