পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা? - Bangla Hunt

পাড়ায় পাড়ায় গ্রীন ভলেন্টিয়ার! কারা এরা?

By Bangla Hunt Desk - March 05, 2023

চোখ রাঙ্গাচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই নানান নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়ে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা। লেগেই রয়েছে মৃত্যু মিছিল। এবার গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সচেতন করার উদ্যোগ গ্রীন ভলেন্টিয়ারদের।

আরো পড়ুন- এবার গরম হবে জব্দ! এই পাখা চালালেই ঘরের তাপমাত্রা একধাক্কায় নামবে ১২ ডিগ্রিতে

গ্রীন ভলেন্টিয়ার, আসলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে সাধারণ মানুষের সাহায্যের জন্য তৈরি করা হয়েছে এই দল। যারা গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিটি বাড়িতেই অক্সিজেন স্যাচুরেশান মাপার যন্ত্র নিয়ে পরীক্ষা করে দেখছেন শারীরিক অবস্থা। পাশাপাশি সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন।

মূলত, অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত হচ্ছে শিশুরা। বড়রাও বাদ পড়ছে না। কিন্তু বেশি ক্ষতি হচ্ছে শিশুদের। ইতিমধ্যেই অ্যাডিনোতে প্রাণ গিয়েছে বেশ কয়েকটি শিশুর। তাই জ্বর সর্দি কাশি বা শ্বাসকষ্ট হলে ফেলে রাখা নয়,কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে শিশুদের। এই বার্তা দিচ্ছেন গ্রিন ভলেন্টিয়াররা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর