রবিবার যখন জানতা কার্ফুতে গৃহবন্দি মানুষ, অন্যদিকে তখন দিন রাত এক করে লড়াই চালাচ্ছেন বেলেঘাটা হাসপাতালের চিকিৎসক থেকে নার্স - Bangla Hunt

রবিবার যখন জানতা কার্ফুতে গৃহবন্দি মানুষ, অন্যদিকে তখন দিন রাত এক করে লড়াই চালাচ্ছেন বেলেঘাটা হাসপাতালের চিকিৎসক থেকে নার্স

By Bangla Hunt Desk - March 22, 2020

রবিবার ২২ শে মার্চ প্রধানমন্ত্রী আবেদনে যখন সারাদেশে জুড়ে জনতা কার্ফু চলছে। গোটা কলকাতা যখন গৃহবন্দি, শহরের রাস্তায় ঘাট যখন শুনশান,ফাঁকা পড়ে রয়েছে,ঠিক তখনই নাওয়া-খাওয়া ভুলে বেলেঘাটা আইডি হাসপাতালে অকুতোভয় হীন একদল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তাকর্মী জীবনের বাজি রেখে করোনা সংক্রমণ এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে।

রবিবার সকাল থেকে যখন শহরের জনতা কার্ফু চলছে, ঠিক তখন বেলেঘাটা আইডি হাসপাতালে কয়েকশো মানুষের ভিড়। দেশ-বিদেশ থেকে প্রচুর লোক এসেছেন সর্দি কাশি জ্বর নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা করাতে। আর তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ডাক্তারবাবু, নার্স থেকে শুরু করে নিরাপত্তা কর্মীদের। দেশে-বিদেশের রোগীরা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাম্বুলেন্সে করে রোগীর আসছেন। অ্যাম্বুলেন্স চালকরাও করোনা সংক্রমণে জীবনের ঝুঁকি নিয়ে সেইসব রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন। রোগী দেখতে দেখতে নাও খাওয়ার সময় নেই ডাক্তারবাবু, নার্স, নিরাপত্তাকর্মী থেকে শুরু করে স্বাস্থ্য কর্মীদের। নামেই ৮ ঘন্টা ডিউটি,  খাওয়ার ফুরসত নেই কিন্তু তাতেও কোনো অভিযোগ নেই তাদের, রোগীদের সেবায় নিরবে কাজ করে চলেছেন তারা।

শুক্রবার থেকেই রাজ্য স্বাস্থ্য দপ্তর সমস্ত সরকারি চিকিৎসক নার্স ও স্বাস্থ্য কর্মীদের ছুটি বাতিল করে দিয়েছে। করোনা ভাইরাস সংক্রমণের বিপর্যয় ঠেকাতে গোটা দেশের সাথে এ রাজ্যের চিকিৎসক-নার্স,স্বাস্থ্যকর্মীরাও লড়াই চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুদিন আগেই বেলেঘাটা হাসপাতালের চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীদের ভূয়সী প্রশংসা করেন। তবু এই মানুষগুলো মনে করেন প্রশংসা নয় কর্তব্যপালনই তাদের কাছে আসল ধর্ম। তাই মৃত্যু ভয়কে উপেক্ষা করে প্রাণঘাতী করোনা সংক্রমণকে ঠেকানোর জন্য অবিরাম কাজ করে চলেছে তারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর