মালদাঃ দুয়ারে পঞ্চায়েত নির্বাচন৷ তা আগে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ছবি উঠে আসলো মালদহে,আচমকাই এলাকার তৃণমূল কার্যালয়ে শূন্যে গুলি চালিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে । ভাঙচুর করা হয় তৃণমূলেরই পার্টি অফিস ৷ এ নিয়ে গতকাল রাতে রণক্ষেত্রের চেহারা নেয় লক্ষ্মীপুর ৷ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 11 জন ৷ তাঁদের মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Malda Medical College and Hospital) ভর্তি করা হয়েছে ৷
এই ঘটনায় এখনও পর্যন্ত আটজনকে আটক করেছে ইংরেজবাজার থানার পুলিশ ৷ গোটা ঘটনা নিয়ে প্রবল অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব ৷ তবে এই ঘটনা যে দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব, তা স্বীকার করে নিয়েছেন তাঁরা ৷ গোটা ঘটনা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ৷ তাদের বক্তব্য, কাটমানির ভাগাভাগি নিয়েই এই ঝামেলা (TMC Factionalism in Malda) ৷ জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) নিয়ে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরে সদ্য উদ্বোধন হওয়া পার্টি অফিসে কাজকর্ম করছিলেন তৃণমূলের কর্মীরা ৷
আরো পড়ুন- বিজেপির মিছিলে সিপিএমের ঝান্ডা, গেরুয়া লালে মিলেমিশে একাকার হুগলি
ক’দিন আগেই সেই পার্টি অফিসের উদ্বোধন করেছিলেন দলের জেলা সভাপতি আবদুররহিম বকসি ৷ সেই সময় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য মইনুল শেখ ও তাঁর দলবল সেই পার্টি অফিসে হামলা চালান বলে অভিযোগ ৷ দলীয় কর্মীদের তাঁরা নাকি বেধড়ক মারধর করেন ৷ ভেঙে ফেলা হয় ওই অফিসে থাকা টেবিল-চেয়ার, ফ্যান থেকে শুরু করে যাবতীয় সামগ্রী ৷ এমনকী সেখানে থাকা মোটরবাইকগুলিও হামলার শিকার হয় ৷ প্রতিরোধ গড়ে তোলেন মইনুল বিরোধীরাও ৷
দু’পক্ষের সংঘর্ষে অন্তত 11 জন শাসকদলের কর্মী আহত হন (Eleven party workers injured ) ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ ৷ তবে তার আগেই সেখান থেকে মইনুল শেখরা সরে পড়েন ৷ এই ঘটনার প্রতিবাদে আক্রান্তদের তরফে ওই রাতেই মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয় ৷ যদিও পুলিশের হস্তক্ষেপে অবরোধ দীর্ঘস্থায়ী হয়নি ৷ ঘটনাস্থল থেকেই পুলিশ মইনুল শেখের বাবাকে আটক করে ৷ পরে আরও সাতজনকে আটক করে ইংরেজবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ৷ এর মধ্যে রয়েছেন খোদ মইনুল শেখও ৷ যদিও তাঁর সমর্থকদের দাবি, তিনি নিজে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ৷
আক্রান্তদের তরফে রকি শেখ বলেন, “আমরা পার্টি অফিসে ছিলাম ৷ সেই সময় মইনুল শেখ ও তার দলবল আমাদের উপর হামলা চালায় ৷ আমাদের মারধর করে ৷ পার্টি অফিসে ভাঙচুর চালায় ৷ অফিসে থাকা 20 হাজার টাকা লুট করে ৷ ওরা আমাদের বাড়িতেও হামলা চালিয়েছে ৷ প্রাণের ভয়ে আমরা বাগানে লুকিয়ে ছিলাম ৷ মইনুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য ৷ আমরাও তৃণমূল করি ৷”
এই ঘটনায় বিব্রত তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী ৷ তিনি বলেন, “দলেরই দুটি গোষ্ঠীর গণ্ডগোল হয়েছে ৷ এক পক্ষ হাসপাতালে ভর্তি রয়েছে ৷ আক্রান্তরা তৃণমূলের কর্মী ৷ কেন এমন হচ্ছে, তা আমরা দেখব ৷ যারা এ ধরনের কাজ করে সমাজকে নষ্ট করছে, দলকে শেষ করে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নেবে ৷”
এই ঘটনার তীব্র কটাক্ষ করেছে বিজেপি (BJP) ৷ দলের জেলা মুখপাত্র অম্লান ভাদুড়ি বলেন, “মালদা জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত ৷ মুখ্যমন্ত্রী নিজে অনেক চেষ্টা করেও এই দ্বন্দ্ব মেটাতে পারেননি ৷ আর এই ঘটনার পিছনে রয়েছে টাকার ভাগাভাগির লড়াই ৷ ওই অঞ্চলে মনরেগা থেকে শুরু করে আবাস যোজনা পর্যন্ত বিভিন্ন প্রকল্পের টাকা নয়ছয় হয়েছে ৷ সেই টাকার ভাগ নিয়েই এই গোলমাল ৷ ক’দিন আগেই তৃণমূলের জেলা সভাপতি সেখানে এক পঞ্চায়েত সদস্যের পার্টি অফিসের উদ্বোধন করেছেন ৷ আরেক পঞ্চায়েত সদস্যের দল ওই পার্টি অফিস ভাঙচুরের পাশাপাশি বোমাবাজি করেছে ৷ গুলিও চালিয়েছে ৷ কিন্তু পুলিশ এখনও নিশ্চুপ ৷ তারা তৃণমূলের নির্দেশের অপেক্ষা করছে ৷ মানুষ সবই বুঝতে পেরেছে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারলে তাঁরা এসবের জবাব দেবেন ৷”
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!