শেষ মুহূর্তে নয়া নাটক, মধ্যরাতে ফাঁসির স্থগিতাদেশ চেয়ে আদালতের পবনের আইনজীবী - Bangla Hunt

শেষ মুহূর্তে নয়া নাটক, মধ্যরাতে ফাঁসির স্থগিতাদেশ চেয়ে আদালতের পবনের আইনজীবী

By Bangla Hunt Desk - March 19, 2020

শেষ মুহূর্তে নয়ার নাটক। মধ্যরাতে ফাঁসির স্থগিতাদেশ চেয়ে আদালতের দ্বারস্থ পবনের আইনজীবী। এদিকে আজ ২০ই মার্চ ভোর সাড়ে পাঁচটায় দোষীদের ফাঁসি হওয়ার কথা।

রাত তিনটে। সুপ্রিম কোর্টের শুরু হলো শুনানি। আদালতের শুরু হয়েছে জোর সওয়াল জবাব। দোষীদের আইনজীবী ঘটনার সময় পবনের নাবালক হওয়ার পক্ষে জোর সওয়াল করেন। দোষীদের আইনজীবী ঘটনার সময় আদালতের কাছে পবনের নাবালক হওয়ার সমস্ত তথ্য প্রমাণ তুলে ধরেন। কিন্তু বিচারপতি জানিয়ে দেন এই সমস্ত তথ্য আগেই দেখা হয়েছে নতুন কোন তথ্য থাকলে জানান। প্রসঙ্গত রাষ্ট্রপতি আগেই প্রাণভিক্ষার আর্জি নাকোচ করে দিয়েছেন। সুপ্রিম কোর্ট ও সমস্ত আরজি খারিজ করে দিয়েছে। সেইখান থেকে দিন পিছোতে পিছোতে আজ ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় দোষীদের ফাঁসি হওয়ার কথা। গোটা দেশ তাকিয়ে রয়েছে রয়েছে এই ফাঁসির দিকে।

অবশেষে আদালতে প্রচন্ড বাকবিতণ্ডার পরে আদালত দোষীদের সমস্ত কিছু তথ্যপ্রমাণ নাকচ করে দেয় এবং রায় দেয় আজ ভোর সাড়ে পাঁচটাতেই হবে নির্ভয়া কান্ড অভিযুক্ত ৪ দোষীদের ফাঁসি। আর এই রায় ঘোষণার পর পরই আদালতে কেঁদে ফেলেন নির্ভয় আর মা, তিনি বলেন অবশেষে সত্যের জয় হলো। আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই নির্ভয়া কাণ্ডের ৪ দোষীর ফাঁসি দেওয়া হবে। আজ গোটা দেশ তাকিয়ে রয়েছে এই ফাঁসির দিকে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর