গোটা ইউরোপ জুড়ে করোনা কোপ। লকডাউন ঘোষণা করা হল ফ্রান্সে - Bangla Hunt

গোটা ইউরোপ জুড়ে করোনা কোপ। লকডাউন ঘোষণা করা হল ফ্রান্সে

By Bangla Hunt Desk - March 18, 2020

ইউরোপের দেশ গুলির মধ্যে করোনা ভাইরাসের আক্রমণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে ইতালিকে। করোনা সংক্রমনের জেরে মৃত্যুর আঁতুড়ঘর হয়ে উঠেছে ইতালি। হিসাব করলে মৃত্যুর হার চীনকেও ছাপিয়ে গিয়েছে ইতালি। ইতালি সরকার সূত্রে খবর প্রতিদিন এখানে মৃতের সংখ্যা বাড়ছে হুহু করে। ইতালি সরকার জানিয়েছে ইতালির মর্গে গুলোতে এখন আর মৃতদেহ রাখার জায়গা নেই। ইতালিকে আগেই লকডাউন ঘোষণা করেছিল ইতালির সরকার।

নোবেল করোনাভাইরাস এর কোপ গোটা ইউরোপ মহাদেশ জুড়ে। মৃত্যুভয় জাঁকিয়ে বসেছে গোটা ইউরোপ জুড়ে। ইউরোপের প্রত্যেকটা দেশেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ইতালি,ফ্রান্স,জার্মানি,তুরস্ক,ব্রিটেন ইউরোপের প্রায় প্রত্যেকটি দেশেই করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা প্রচুর। বুধবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী শুধু ফ্রান্সেই মৃতের সংখ্যা বেড়ে ১৫১। আক্রান্তের সংখ্যা প্রায় ৬৮০০ ছাড়িয়েছে। এ দিনই মারা গিয়েছেন ২১ জন। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

এদিকে ইতালির ভয়াবহ অবস্থা থেকে শিক্ষা নিয়ে আর ঝুঁকি নিতে চাইছে না ফ্রান্স সহ ইউরোপের অন্যান্য দেশ গুলি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ গোটা ফ্রান্সকে লকডাউন ঘোষণা করেছেন। সংক্রমণের জেরে ইউরোপের দ্বিতীয় দেশ হিসেবে ফ্রান্স সরকার, ফ্রান্সকে লকডাউন ঘোষণা করেছে। ফ্রান্স সরকার নির্দেশিকা জারি করে ফ্রান্সের নাগরিকদের আপাতত ৩০ দিন গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বেরোনো বারণ। নিয়ম ভাঙলে জরিমানা এমনকি গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে। গত ২৪ ঘন্টার মধ্যে ২১ জনের মৃত্যু আর নতুন করে ১২০০ জনের আক্রান্ত হওয়ার ঘটনা পরেই তড়িঘড়ি এই সিদ্ধান্ত ফ্রান্স সরকারের।

এদিকে ব্রিটেনেও ছড়িয়েছে করোনা। করোন আতঙ্কে মঙ্গলবার থেকেই ইউরোপীয় ইউনিয়ন তাদের সমস্ত সীমানা সিল করে দিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ, বাজার, মল সহ একাধিক দর্শনীয় স্থান। প্রায় ফাঁকা পড়ে রয়েছে এখানকার বিমানবন্দর এবং রেল স্টেশন গুলি। বাতিল করা হয়েছে একের পর এক বিমান এবং ট্রেন। প্রায় বন্ধের মুখে যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহন ব্যবস্থা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর