Partha Chatterjee: কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় - Bangla Hunt

Partha Chatterjee: কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে, বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়

By Bangla Hunt Desk - August 18, 2022

এসএসসি দুর্নীতি মামলায় ১৪ দিনের জেল হেফাজতে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হল। বৃহস্পতিবার আদালতে তোলার সময় রাজ্যের প্রাপ্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন “কেউ ছাড়া পাবে না, সময়ে সব প্রমাণ হবে ৷” ‘কেউ’ বলতে কাদের ইঙ্গিত করলেন প্রাক্তন মন্ত্রী, সময়ে কী প্রমাণ হবে, তা নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি তিনি (Partha Chatterjee)

আরো পড়ুন- Al Qaeda: শাসন থেকে আল কায়দার ২ জঙ্গিকে গ্রেফতার করল এসটিএফ

এ দিন এসএসসি দুর্নীতি মামলায় শুনানি শুরু হওয়ার আগে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয় পার্থকে। এরপর বিচারক তাঁকে বেরিয়ে যেতে বলেন। সেই সময়েই পার্থ চট্টোপাধ্য়ায় বলেন, ‘নো বডি উইল বি স্পেয়ার্ড’ অর্থাৎ কেউ ছাড় পাবে না। সেই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘অল উইল বি প্রুভড ইন টাইম’ অর্থাৎ সময়ে সব প্রমাণ হবে। আদালতে দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রীর এমন মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

এর আগে ইডি হেফাজতে থাকাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেছিলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার।’ কে ষড়যন্ত্র করছে, সে বিষয়টা স্পষ্ট না হলেও এ দিনের মন্তব্যেই সেই একই ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন অনেকে। এ দিন আদালত কক্ষ থেকে বেরনোর সময় দেহরক্ষীর কাঁধে ভর দিয়ে বেরতে দেখা যায় পার্থকে। তিনি যে অসুস্থ, সে কথাও এদিন জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।

বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হলে স্বাস্থ্য সংক্রান্ত কারণ দেখিয়ে পার্থের জামিনের আবেদন করেন আইনজীবী। আদালতে তিনি জানান, পার্থের হিমোগ্লোবিন কম। তাঁর শরীরে ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়েছে। একা চলাফেলার ক্ষেত্রেও তাঁর অসুবিধা রয়েছে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।

ইডির আইনজীবীর পাল্টা দাবি, পার্থ তদন্তে সহযোগিতা করেননি। পার্থ-‘ঘনিষ্ঠ’ অর্পিতার ফ্ল্যাট থেকে বিপুল অর্থের উৎস সম্পর্কেও মুখ খোলেননি প্রাক্তন মন্ত্রী। ইডি প্রথমে ৫০টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের কথা জানালেও পরে আরও ১০টি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে বলে বৃহস্পতিবার দাবি করেছে ইডি। পার্থের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের নামে একটি ট্রাস্টের সন্ধান পাওয়া গিয়েছে। এই ট্রাস্টের নামে একটি ‘ইন্টারন্যাশনাল স্কুল’ আছে বলে আদালতকে জানিয়েছেন ইডি-র আইনজীবী। এই ট্রাস্টের মাধ্যমে টাকা তছরুপ করা হত বলেও দাবি করেছে ইডি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর