শেষ হলো কমনওয়েলথ গেমস ২০২২ (Commonwealth Games 2022)। পদক তালিকায় চতুর্থ স্থানে শেষ করল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং কানাডার পর। মোট পদকের সংখ্যাতেও ভারতের স্থান চতুর্থ। ২০১৮-র গোল্ড কোস্ট গেমসে পদক তালিকায় তৃতীয় স্থানে ছিল ভারত।
আজ, সোমবারই ছিল কমনওয়েলথ গেমসের শেষ দিন। আর শেষ দিনেও ভারতীয় অ্যাথলিটদের ঝুলিতে এল সোনা-সহ বেশ কয়েকটি পদক। বার্মিংহ্যামের মাটি থেকে মোট ২২টি সোনা আনতে সফল ভারত। এছাড়াও এসেছে ১৬টি রুপো আর ২৩টি ব্রোঞ্জ। তবে কমনওয়েলথে এটাই কিন্তু ভারতের সেরা ফল নয়। ২০১০ সালে নয়াদিল্লিতে মোট ১০১টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল গেমসে ভারতের সেরা পারফরম্যান্স। ২০০২ সালে ম্যাঞ্চেস্টারে ৬৯টি পদক আসে দেশে। ২০১৮ গোল্ড কোস্ট এবং ২০১৪ গ্লাসগোয় যথাক্রমে ৬৬ ও ৬৪টি পদক এনেছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এবার সেই জায়গায় পদক সংখ্যা ৬১।
আরো পড়ুন- Sovandeb Chattopadhyay: ‘খরচ বাঁচাতে রাজ্যপাল পদ তুলে দেওয়া হোক’, মন্তব্য শোভনদেবের
৬৭টি সোনা-সহ মোট ১৭৮টি পদক জিতে এবারের গেমসের সেরা দেশ অস্ট্রেলিয়া। ৫৭-টি সোনা-সহ ১৭৬টি পদক পেয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। ২৬টি সোনা-সহ মোট ৯২টি পদক ঝুলিতে ভরে তিন নম্বরে কানাডা। ৪৯টি পদক পকেটে পুরে ভারতের পর পঞ্চম স্থানে নিউজিল্যান্ড।
A rich haul of 6️⃣1️⃣ medals🏅 at the #CommonwealthGames2022 🤩
Great display of resilience, passion and energy showcased by our athletes 👍
Well Done Guys!!#Cheer4India 🇮🇳#India4CWG2022 pic.twitter.com/ZPBvGk52iY
— SAI Media (@Media_SAI) August 8, 2022
গেমসের শেষ দিন যেমন ব্যাডমিন্টন থেকে আসে মোট তিনটি সোনা। এবার কুস্তিতেও সাফল্যের শিখর ছুঁয়েছে ভারত। এসেছে মোট ৬টি সোনা। ১৬ বছর পর টেবিল টেনিসের পুরুষ সিঙ্গলসেও সোনা পেয়েছেন ভারতীয় তারকা। বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে মাত দিয়ে তিনটি সোনা এনে দিয়েছেন বক্সাররা। বিশ্বকে চমকে দিয়ে ট্রিপল জাম্পে প্রথমবার সোনা ঘরে তুলেছে ভারত। প্যারা টিটিতে দেশকে সোনা উপহার দিয়েছেন ভাবিনা। ভারোত্তোলনে সোনা জিতে দেশকে গর্বিত করেছেন মীরাবাঈ চানু, অচিন্ত শিউলি এবং জেরেমি লালরিনুঙ্গা। এছাড়াও হকি থেকে ক্রিকেট- প্রতিক্ষেত্রেই এসেছে পদক। যদিও এবার তীরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টগুলি না থাকায় পদকের সংখ্যা খানিকটা কমই। তবে সিন্ধু-লক্ষ্য-শরৎ-নিখাতরা যে নিখাদ আনন্দ দিলেন দেশবাসীকে, তা-ই বা কম কী?
Khuti Puja 2025 | উল্টো রথে খুঁটি পুজোর মধ্যে দিয়ে পুজোর প্রস্তুতি শুরু কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের
ভাঙন পদ্ম শিবিরে, মালদায় তৃণমূলে যোগদান শতাধিক কর্মী সমর্থকের
গঙ্গায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক নাবালিকার
Dilip Ghosh: আজ বিয়ের পিড়িতে দিলীপ ঘোষ! কিভাবে ফুটল বিয়ের ফুল?
‘Bangladesh Should Be Broken Apart,’ Says Tripura’s ‘King’ in Response to Yunus’ Comments
পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বলিউড প্রত্যাবর্তন ঘিরে উত্তাল মহারাষ্ট্র!
Taslima Nasrin: ‘Islam is not my religion…’—A Definitive Statement on Eid
Heatwave Alert: West Bengal, 16 Other States Brace for Extended Heatwave Days from April to June
Former Pakistani Prime Minister Imran Khan Nominated for the Nobel Peace Prize
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ