তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কী ভাবে বেড়েছে? ইডিকে দেখতে বলল হাইকোর্ট - Bangla Hunt

তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কী ভাবে বেড়েছে? ইডিকে দেখতে বলল হাইকোর্ট

By Bangla Hunt Desk - August 08, 2022

নিউজ ডেক্সঃ তৃণমূলের নেতা-মন্ত্রীদের সম্পত্তি কী ভাবে বেড়েছে, তা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি) খতিয়ে দেখুক, সোমবার এমনই আর্জি জানানো হয়েছিল কলকাতা হাই কোর্টে। সেই মামলায় সোমবার ইডিকেও জুড়ে দেওয়ার নির্দেশ দিল হাই কোর্ট।

আবেদনে বলা হয়েছিল, ২০১১ সাল থেকে নেতা-মন্ত্রীদের দেওয়া হলফনামা অনুযায়ী পরবর্তী বছরে কয়েকগুণ বেড়েছে তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি। ২০১৭ সালে দায়ের হওয়া এই মামলায় আগেই যুক্ত ছিল আয়কর দফতর। এদিনের শুনানিতে ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (Enforcement Directorate)-কে পার্টি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ১২ সেপ্টেম্বরের মধ্যে ইডিকে মামলায় যুক্ত করার কড়া নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রীর।

আরো পড়ুন- SSC Scam: বারাসাতের বস্ত্র বিপনীর মাধ্যমে বাংলাদেশে বিপুল টাকা পাচার? ইডির নজরে সংস্থার মালিক

এই মামলায় 19 জন নেতা-মন্ত্রীর নাম উল্লেখ করা হয়েছে ৷ সেই তালিকায় কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim), কামারহাটির বিধায়ক তৃণমূলের মদন মিত্র (Madan Mitra), ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের (Arjun Singh) নাম রয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ৷ তৃণমূলের এই হেভিওয়েট নেতা গ্রেফতারির সময় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের শিল্প, বাণিজ্য মন্ত্রী ৷ তবে তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷

বক্তব্যতদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) একাধিক ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা, কয়েকটি কোটি টাকার সোনার গয়না ও আরও অনেক কিছু উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এছাড়া পার্থ ও অর্পিতার নামে বিপুল সম্পত্তি, একাধিক সংস্থা, জীবনবিমারও হদিশ মিলেছে ৷

ফলে মামলাকারী বিপ্লব কুমার চৌধুরী ও আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় মনে করছেন রাজ্য সরকারের অন্যান্য দফতরেও ইডি-র তদন্তে এই ধরনের অনেক দুর্নীতি উঠে আসবে ৷ এখান দেখার সত্যিই এমন কিছু উঠে আসে কি না !

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর