করোনার কোপ, বাতিল ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস - Bangla Hunt

করোনার কোপ, বাতিল ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস

By Bangla Hunt Desk - March 15, 2020

করোনা ভাইরাসের আতঙ্কে এবার ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস বাতিল করল পূর্ব রেল। আগেই ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার মৈত্রী-এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেলওয়ে।

বিশ্বে করোনা ভাইরাসকে ইতিমধ্যে মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সারাবিশ্বে ইতিমধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৫ ছাড়িয়েছে। ইতিমধ্যে ভারতে দুইজনের মৃত্যু হয়েছে। করোনা মোকাবেলায় একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। ১৩ ই মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশের যাওয়ার সমস্ত ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। এবার পূর্ব রেলওয়ে সূত্রে খবর আজ ১৫ই মার্চ থেকে ১৩ই এপ্রিল পর্যন্ত ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্র। এই বন্ধ রাখার সময়সীমা আরো বাড়ানো হবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর