টালিগঞ্জের পর বেলঘরিয়ায় পার্থ-অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি টাকা, বিপুল সোনা - Bangla Hunt

টালিগঞ্জের পর বেলঘরিয়ায় পার্থ-অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার কোটি কোটি টাকা, বিপুল সোনা

By Bangla Hunt Desk - July 28, 2022

কলকাতাঃ টালিগঞ্জের পর বেলঘরিয়ায় পার্থ-অর্পিতার ফ্ল্যাটে টাকার পাহাড়। পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে এখনও অবধি ৩০ কোটি টাকা উদ্ধার হয়েছে। বুধবার বেলঘরিয়ার ফ্ল্যাটে যে পরিমাণ টাকা এখনও উদ্ধার করা হয়েছে তা টালিগঞ্জের ঘটনাকেও ছাপিয়ে গিয়েছে। চারটি বড় মেশিনে গোনা হচ্ছে টাকা। যেখানে সেকেন্ডে গোনা যায় ৩০০টি নোট। রাত ১১টা পর্যন্ত টাকা গণনার পরিমাণ ৩০ কোটি পেরিয়ে গিয়েছে। এছাড়াও অর্পিতার ফ্ল্যাট থেকে সোনা, রুপোর কয়েন, জমির দলিল উদ্ধার ও একাধিক নথি উদ্ধার হয়েছে বলে খবর ইডি সূত্রে।

আরো পড়ুন- এত টাকা উঠল, আমি জানতে পারলাম না? জানলে অ্যাকশান হত, আর কী কী বললেন মমতা

বুধবার দুপুরে বেলঘরিয়ার রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালাতে উপস্থিত হন ইডির আধিকারিকরা। প্রথম অবস্থায় ফ্ল্যাটের তালা খুলতে ডেকে পাঠানো হয় চাবিওয়ালাকে। কিন্তু দীর্ঘ প্রচেষ্টার পরেও খোলা যায়নি ফ্ল্যাটের দরজা। পরবর্তীতে ভাঙ্গা হয় দরজার লক। ফ্ল্যাটের দরজার পাশাপাশি ফ্ল্যাটের ভেতরে থাকা বেশ কয়েকটি আলমারির লকও ভাঙা হয় বলে খবর।

ফ্লাটে ঢোকার কয়েক ঘন্টা পর থেকেই বাড়তে থাকে ইডির আধিকারিকদের তৎপরতা। CGO কমপ্লেক্স থেকে অতিরিক্ত বাহিনীদের ডেকে পাঠানো হয়। বিকেল পাঁচটা নাগাদ তিনটি গাড়ি করে রথতলার ওই ফ্ল্যাটে গিয়ে পৌঁছন ইডি আধিকারিক সহ অতিরিক্ত জওয়ানরা। গোটা ফ্ল্যাট মুড়ে ফেলা হয় কড়া নিরাপত্তায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে ফেলেন পুরো আবাসন।

এদিন বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে টাকার হদিশ মেলার পরই ইডির তরফ থেকে খবর দেওয়া হয় ব্যাঙ্ক আধিকারিকদের। ৩ মিনিটে ১০০ টি নোট গুনতে পারার ক্ষমতাসম্পন্ন চারটি অত্যাধুনিক মেশিন সহ রথতলার ফ্ল্যাটে উপস্থিত হন ব্যাঙ্ক আধিকারিকরা। জানা গিয়েছে, ইডির জেরায় এই বিপুল পরিমাণ টাকা এবং শোনার কথা নিজের মুখেই জানিয়েছিলেন অর্পিতা। এরপর ফ্ল্যাটে তল্লাশি চালাতেই মিলল পাহাড় সমান টাকা, সোনা, রুপোর কয়েন, জমির দলিল।

পার্থ-অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে ফের পাহাড় প্রমাণ টাকা উদ্ধার হওয়ার পর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোপ দেগেছে বিজেপি নেতৃত্ব। রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ায় জানিয়েছেন,’পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে বিপূল পরিমাণ নগদ, প্রায় ১৫ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইডি এর আগে ২০ কোটি টাকা উদ্ধার করেছে। কল্পনা করুন যে বাংলায় টিএমসি লুট করছে, এটি হিমশৈলের একটি চূড়া মাত্র।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর