সোনাগাছিতে 'খুন' যৌনকর্মী - Bangla Hunt

সোনাগাছিতে ‘খুন’ যৌনকর্মী

By Bangla Hunt Desk - July 24, 2022

কলকাতা: কলকাতার সোনাগাছির দুর্গাচরণ স্ট্রিটে ভয়াবহ খুন! গলা কেটে খুন করা হয় এক যৌনকর্মীকে। ঘটনাস্থলে বটতলা থানার পুলিশ।

জানা যায়, সোনাগাছির ৯৯ নম্বর বিল্ডিংয়ে গলা-কাটা অবস্থায় উদ্ধার হয় এক যৌনকর্মীর দেহ। মৃতার নাম প্রার্থনা মুখোপাধ্যায়। প্রতিবেশীরা ওই মহিলাকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখেন। তাঁরাই খবর দেন পুলিশে। পুলিশ এসে দেখে, ঘর লন্ডভন্ড। ঘরের আলমারি ভাঙ্গা! দেখে মনে হচ্ছে, তন্ন তন্ন করে ঘরে কিছু খোঁজা হয়েছে। মহিলার গলা-সহ একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আরো পড়ুন- স্ত্রীকে হাঁসুয়া এবং বাঁশ দিয়ে মাথায় মেরে খুনের চেষ্টা

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, খদ্দের সেজে এসে কেউ এই কাজ করেছে। বছর আটচল্লিশের ওই মহিলার সঙ্গে ওই খদ্দেরের আগে থেকে পরিচয় ছিল কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ। আলমারি থেকে কোনও জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে বলেও তারা মনে করছে। কেন ওই যৌনকর্মীকে খুন করা হল, তা খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর খুনি কী ভাবে এলাকা ছাড়ল, সেটাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। পুলিশের অনুমান, খুনির ওই এলাকায় নিয়মিত যাতাযাত থাকলে, কেউ তাকে সন্দেহের চোখে দেখবে না। এক্ষেত্রেও সেটাই হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান হোমিসাইড শাখার টিমও।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অন্য যৌনকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। কীভাবে ঘটনা ঘটল বুঝতে পারছেন না তাঁরা। তাঁদের দাবি, খুনিকে দ্রুত গ্রেফতার করা হোক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর