করোনার কোপ, 31 শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ - Bangla Hunt

করোনার কোপ, 31 শে মার্চ পর্যন্ত বন্ধ রাজ্যের সমস্ত স্কুল কলেজ

By Bangla Hunt Desk - March 14, 2020

করোনা আতঙ্কের জেরে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান গুলিকে বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়েছে আগামী ১৬ ই মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত স্কুল,কলেজ,মাদ্রাসা ও বেসরকারি প্রতিষ্ঠান গুলি। বন্ধ থাকবে স্কুলের সমস্ত আভ্যন্তরীণ কাজকর্মও। তবে এক্ষেত্রে সূচি অনুযায়ী চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাতে কোনো রদবদল হবে না।

আজ শনিবার এমনই নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। পাশাপাশি আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বভারতীর এর সমস্ত ক্লাস এবং পরীক্ষা। এমনকি হোস্টেলে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এদিকে আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকছে খড়গপুর আই আই টি। এদিন পর্যন্ত কোন ক্লাস বা সেমিনার কিছুই হবে না সেখানে। সেইমতো আজ কলেজ ক্যাম্পাস ছাড়তে শুরু করেছেন ছাত্রছাত্রীরা। সবমিলিয়ে বলাই চলে করোনার প্রভাব এবার পড়েছে রাজ্য শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর