মন্দির কমিটির বিরুদ্ধে বেনিয়ম এবং আর্থিক তছরূপের অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের - Bangla Hunt

মন্দির কমিটির বিরুদ্ধে বেনিয়ম এবং আর্থিক তছরূপের অভিযোগ তুলে পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ মহিলাদের

By Bangla Hunt Desk - July 16, 2022

মালদা: সার্বজনীন কালী মন্দিরের কমিটির বিরুদ্ধে বেনিয়ম এবং আর্থিক তছরূপের অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের মহিলারা। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার ভালুকা গ্রাম পঞ্চায়েতে। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ভালুকা এলাকার বিক্ষোভকারী মহিলাদের অভিযোগ এলাকার শ্রাবণী কালী মন্দির কমিটির কাউকে না জানিয়ে গ্রামের কারো সঙ্গে আলোচনা না করেই ওই এলাকায় থাকা শতাব্দীর প্রাচীন লিচু বাগান রাতারাতি কেটে ফেলে। এবং সেই টাকা মন্দির কমিটির সদস্যরা আত্মসাৎ করে বলে অভিযোগ। এই অভিযোগ তুলে ভালুকা গ্রামের বেশ কয়েকটি পাড়ার মহিলারা এলাকার গ্রাম পঞ্চায়েত কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ দেখায়। তাদের দাবি অবিলম্বে ওই মন্দির কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে তারা আরো বৃহত্তর আন্দোলনের সামিল হবে। স্থানীয় সূত্রে জানা গেছে ভালুকা সদরে শ্রাবণী কালী মন্দির রয়েছে। এই কালীমন্দিরের অধীনে একটি সাত বিঘা লিচু বাগান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই কমিটির কর্মকর্তারা গ্রামবাসীদের সঙ্গে আলোচনা না করে রাতারাতি ঐতিহ্যবাহী বাগানের চব্বিশটি লিচু গাছ কেটে ফেলেছে। সেই গাছের টাকা তারা নিজেরাই আত্মসাৎ করেছে বলে অভিযোগ। অবিলম্বে এই ঐতিহ্যবাহী বাগানের গাছ কাটার বিরুদ্ধে যাতে প্রশাসন কমিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তারা সেই দাবী জানিয়েছেন। এদিকে গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে দিনে দুপুরে মহিলাদের বিক্ষোভ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ফোনে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মন্দির কমিটির কর্মকর্তা বিবেকচন্দ্র সাহা। কমিটির দাবি তৎকালীন গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়েই গাছ কাটা হয়েছিল। গাছের সমস্ত টাকা মন্দিরের স্বার্থে ব্যয় করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর