এসএসসির (SSC) পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সোমবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি শম্পা পাল দত্তের ডিভিশন বেঞ্চ আপাতত আগামী মঙ্গলবার পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। ফলে আগামী সাত দিন এই নিয়োগ সংক্রান্ত কাজ করতে পারবে না দমকল। দমকলের প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগে স্থগিতাদেশ দিল হাইকোর্ট।
আরো পড়ুন- মুখ্যমন্ত্রীর হাত ধরে সুন্দর হচ্ছে সুন্দরবন
২০১৮-য় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। ফল প্রকাশিত হয় ২০১৯ সালে। সংরক্ষণ সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা না দিয়েই মেধাতালিকা প্রকাশের অভিযোগ। স্যাটে মামলা খারিজের পরে হাইকোর্টের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ। চাকরিপ্রার্থীদের একাংশের মামলাতেই নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট।
মামলাকারীদের কী অভিযোগ? স্কুল সার্ভিস কমিশন, কলেজ সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, কো-অপারেটিভ সার্ভিস কমিশনের পরে এবার দমকল বিভাগের ফায়ার অপারেটর পদে নিয়োগেও নিয়ম না মানার অভিযোগ। যার জেরে, দমকলে নিয়োগ প্রক্রিয়ায় ১২ জুলাই, মঙ্গলবার অবধি অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে আপতত থমকে রইল দমকলের প্রায় দেড় হাজার শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া। মামলাকারীদের অভিযোগ, সংরক্ষণ, খেলোয়াড় কোটায় বিশেষ সংরক্ষণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিশেষ শংসাপত্রকে মান্যতা না দিয়েই প্রকাশিত হয় মেধাতালিকা। এই অভিযোগের প্রেক্ষিতে কর্মপ্রার্থীরা SAT’র দ্বারস্থ হন। SAT সেই মামলা খারিজ করে দেয়। SAT’র রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা করেন কর্মপ্রার্থীরা। সোমবার সেই মামলার শুনানিতে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। আগামী মঙ্গলবার অবধি দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগ প্রক্রিয়া অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে।
মামলাকারীদের আইনজীবী সুবীর স্যানাল জানান, এই নিয়োগে একাধিক অনিয়ম হয়েছে। এক, অসংরক্ষিত (জেনারেল) প্রার্থীকে চাকরি দেওয়ার জন্য সংরক্ষণের তালিকায় নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। দুই, কয়েকটি প্রশ্নে ভুল ছিল যা নিয়ে সমস্যা দেখা দেয়। তার সমাধান না করেই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তিন, অনেক প্রার্থী একই নম্বর পেয়েছেন। সে ক্ষেত্রে নিজেদের পছন্দের প্রার্থীকে মৌখিক পরীক্ষায় বেশি নম্বর দিয়ে চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ মানতে চায়নি রাজ্য।
আরো পড়ুন- বঙ্গ রাজনীতিতে কি ফের সক্রিয় মিঠুন? বিজেপির রাজ্য দপ্তরে এসে জল্পনা বাড়ালেন মহাগুরু
দমকলের অপারেটর পদের জন্য ১৫০০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। ২০১৮ সালে লিখিত পরীক্ষা হয়। পরে নেওয়া হয় মৌখিক পরীক্ষা। এই নিয়োগে অনিয়ম হয়েছে— এই অভিযোগ তুলে প্রথমে রাজ্য ট্রাইব্যুনালে মামলা করেন বাসুদেব ঘোষ-সহ কয়েক জন চাকরিপ্রার্থী। পরে মামলাটি উচ্চ আদালতে আসে। প্রসঙ্গত, এর আগে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মামলায় একাধিক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠেছে। তার অনেকগুলিতেই তদন্ত করছে সিবিআই। এ বার দমকল দফতরের নিয়োগেও অনিয়মের অভিযোগ উঠল।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!