"BJP আগে জানালে ভেবে দেখতাম...", রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সর্মথন নিয়ে মন্তব্য মমতার - Bangla Hunt

“BJP আগে জানালে ভেবে দেখতাম…”, রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদীকে সর্মথন নিয়ে মন্তব্য মমতার

By Bangla Hunt Desk - July 02, 2022

NDA-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনাই বেশি। সোমবার এমনটাই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুধু তাই নয়, তিনি বলেন, “BJP আগে জানালেন তিনি এ বিষয়ে ভেবে দেখতেন।” রথযাত্রার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাৎপর্যপূর্ণ মন্তব্য ঘিরে তোলপাড় দেশ।

আরো পড়ুন- মণিপুরে ধসে মৃত দার্জিলিংয়ের ৯ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

আগামী লোকসভা নির্বাচনের আগে গোটা দেশ জুড়ে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর জন্য কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলকে এক ছাতার নিচে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে নিয়ে এসেছেন মমতা।

তার মধ্যে আজ কলকাতায় রথযাত্রার উদ্বোধন উপলক্ষে ইসকন মন্দিরের সামনে উপস্থিত হয়ে সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিরোধী জোটের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহার নাম প্রত্যাহারের সম্ভাবনা উসকে দিয়ে মমতা বলেন, “ওরা যদি আগে জানাতো যে একজন ট্রাইবাল, আদিবাসী মহিলাকে প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। আমার মহিলাদের প্রতি একটি আলাদা সেন্টিমেন্ট আছে, যদিও ওরা ওটা নিয়ে ভাবে না কখনও। একটা বৃহত্তর স্বার্থে, আমরা বিরোধীরা যে ১৬-১৭ টা পার্টি রয়েছি, আমরা বসে একটা সিদ্ধান্ত নিতে পারতাম, যে একজন সর্বসম্মত প্রার্থী হলে দেশের পক্ষে ভাল হত। একসময় এপিজে আব্দুল কালাম হয়েছিলেন। কিন্তু বিজেপি যখন আমাদের ফোন করেছিল, তখন শুধু আমাদের সাজেশনটা জানতে চেয়েছিল। কিন্তু ওদের সাজেশন আমাদের জানায়নি। আমি মনে করি, বৃহত্তর স্বার্থে সর্বসম্মত প্রার্থী আমি সব সময় পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭ টা, ১৮ টা রাজনৈতিক দল একসঙ্গে বসে একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত থেকে সবাই না বললে, আমার একা ফিরে আসা সম্ভব নয়। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণভাবে হোক। সব জাতি, সব ধর্ম, সব সম্প্রদায়, সব বর্ণের প্রতি আমাদের সমান সম্মান থাকবে। আমি মনে করি, সকল দলিত, সকল আদিবাসীরা আমাদের সঙ্গে রয়েছেন। সকলে আমাদের সঙ্গে রয়েছেন। আমি ওদের মতো বিভাজন করি না।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর