‘বৃহত্তর জাতীয় স্বার্থে’ তৃণমূল কংগ্রেস ছাড়লেন যশবন্ত সিনহা! শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের - Bangla Hunt

‘বৃহত্তর জাতীয় স্বার্থে’ তৃণমূল কংগ্রেস ছাড়লেন যশবন্ত সিনহা! শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

By Bangla Hunt Desk - June 21, 2022

রাষ্ট্রপতি নির্বাচনের আগে বড় খবর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসাবে যে নেতার নাম নিয়ে আলোচনা শুরু হয়েছিল, মঙ্গলবার সেই যশবন্তই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত জানালেন। এদিন সকালে টুইট করে দলত্যাগের কথা ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহা (Yashwant Sinha)। এদিন টুইট করে অটল বিহারী বাজপেয়ী জামানার এই মন্ত্রী জানিয়েছেন, ‘বৃহত্তর জাতীয় স্বার্থে’ তিনি দল থেকে সরে দাঁড়াচ্ছেন।

আরো পড়ুন- মহারাষ্ট্রে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বিজেপির! বিদ্রোহী শিন্ডেকে দলনেতার পদ থেকে সরাল শিবসেনা

টুইট বার্তায় যশবন্ত সিনহা লেখেন, ‘তৃণমূলে মমতাজি আমাকে যে সম্মান ও প্রতিপত্তি দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। এখন একটা সময় এসেছে যখন বৃহত্তর জাতীয় স্বার্থে আমাকে দল থেকে সরে এসে বৃহত্তর বিরোধী ঐক্যের জন্য কাজ করতে হবে। আমি নিশ্চিত যে সে পদক্ষেপটি অনুমোদন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।’

দীর্ঘদিন বিজেপিতে ছিলেন যশবন্ত সিনহা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি। ২০১৮ সালে তিনি বিজেপি ত্যাগ করেন। পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন যশবন্ত সিনহা। বর্তমানে তিনি ঘাসফুল শিবিরের ছিলেন সর্বভারতীয় সহসভাপতি।

এর পরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে তাকে শুভেচ্ছা জানিয়ে একটি টুইট করে লেখেন, ‘আমি শ্রী যশবন্ত সিনহকে অভিনন্দন জানাতে চাই আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সকল প্রগতিশীল বিরোধী দল সমর্থিত সর্বসম্মত প্রার্থী হওয়ার বিষয়ে। একজন মহান সম্মানিত এবং বুদ্ধিমান ব্যক্তি, যিনি অবশ্যই আমাদের মহান জাতির প্রতিনিধিত্ব করে এমন মূল্যবোধকে সমুন্নত রাখবেন!’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর