বিজেপি অফিসের নিরাপত্তারক্ষী হিসেবে অগ্রাধিকার অগ্নিবীরদের! বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয় - Bangla Hunt

বিজেপি অফিসের নিরাপত্তারক্ষী হিসেবে অগ্রাধিকার অগ্নিবীরদের! বিতর্কিত মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়

By Bangla Hunt Desk - June 19, 2022

অগ্নিপথ প্রকল্প নিয়ে তোলপাড় গোটা দেশ। প্রশ্ন উঠেছে প্রতিরক্ষা বাহিনীর মতো জায়গায় ৪ বছরের জন্যে জওয়ান নিয়োগ কেন? অবসরের পর ওইসব তরুণ যাবেন কোথায়? যারা মাত্র ৪ বছরের জন্যে নিয়োগপত্র হাতে পাবেন তারা দেশের জন্য জীবন লড়িয়ে দেবেন কেন? এইসব প্রশ্নের মধ্যেই এবার বেফাঁস মন্তব্য করে বিতর্ক বাধালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। ইনদওরে একটি দলীয় অনুষ্ঠানে অগ্নিপথ প্রকল্পের সুবিধা জানাতে গিয়ে তিনি দাবি করেন, বিজেপি কার্যালয়ে নিরাপত্তারক্ষী হিসেবে অগ্রাধিকার পাবেন অগ্নিবীরেরা। ইতিমধ্যেই ভাইরাল কৈলাসের সেই মন্তব্য

আরো পড়ুন- Kangana Ranaut: “অগ্নিপথ” ভালো প্রকল্প, বলছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত


বিতর্কিত মন্তব্য কৈলাশ বিজয় বর্গী ওজি

রবিবার বিজয়বর্গীয় সংবাদমাধ্যমে বলেন, ‘শৃঙ্খলা ও নির্দেশ মেনে চলার মতো বিষয় শেখান হয় প্রতিরক্ষা বাহিনীতে। একজন অগ্নিবীর ২৫ বছর বয়সে অবসর নেবেন। এরপর তিনি হাতে পাবেন ১১ লাখ টাকা। তিনি অগ্নিবীর মেডেলও পাবেন।’

এখানেই থেমে থাকেননি বিজেপি নেতা। এরপরই সেই বিতর্কিত মন্তব্য করে বসেন। বিজয়বর্গীয় বলেন, ‘বিজেপির কার্যালয়ে জন্য যদি কাউকে নিরাপত্তা কর্মী হিসেবে নিয়োগ করতে হয় তাহলে আমি একজন অগ্নিবীরকেই বেছে নেব।’

এদিকে, তাঁর ওই মন্তব্যের পর চাপে পড়ে গিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। তাঁর দাবি, টুলকিট গ্যাং তাঁর মন্তব্যকে বিকৃত করে অগ্নিবীরদের অপমান করতে চাইছে। গোটা দেশ জানে অগ্নিপথ নিয়ে কী ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর