টাকার বিনিময়ে চাকরি পাওয়ার খবর থাকলে আমায় জানান, ইমেল আইডি দিয়ে টুইট দিলীপের - Bangla Hunt

টাকার বিনিময়ে চাকরি পাওয়ার খবর থাকলে আমায় জানান, ইমেল আইডি দিয়ে টুইট দিলীপের

By Bangla Hunt Desk - June 17, 2022

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অনেক অভিযোগ জমা পড়েছে আদালতে। বেশ কয়েকটির ক্ষেত্রে সিবিআই তদন্ত চলছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই চাকরি গিয়েছি অনেকের। এরই মধ্যে দিলীপ ঘোষের (Dilip Ghosh) টুইট করে বললেন কারও কাছে যদি টাকার বিনিময়ে চাকরি পাওয়ার কোনও তথ্য থাকে তবে তা যেন তাঁকে ইমেল মারফত পাঠানো হয়।

আরো পড়ুন- অগ্নিপথের আঁচ এবার হাওড়া-কলকাতায়, হাওড়া ব্রিজে বিক্ষোভ, বাতিল একগুচ্ছ ট্রেন

দিলীপ তাংর টুইটে দাবি করেছেন, ওই তালিকায় খড়্গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষের নাম রয়েছে। তিনি একটি প্রাথমিক স্কুলের চাকরি করতেন। সেই দাবির পাশাপাশি দিলীপ লিখেছেন, ‘আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন তাহলে সেই তথ্য জানান আমাদের মেল করে।’ এই বার্তার সঙ্গে সঙ্গে নিজের মেল আইডি-ও জানিয়েছেন দিলীপ।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাই কোর্টের নির্দেশে ২০১৪ সালের টেট দুর্নীতি মামলায় অন্যায় ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ২৬৯ জনের চাকরি গিয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর