Abhishek Banerjee: চাঁদা তুললেই বহিষ্কার, ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের - Bangla Hunt

Abhishek Banerjee: চাঁদা তুললেই বহিষ্কার, ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা অভিষেকের

By Bangla Hunt Desk - June 17, 2022

২ বছর পর ফের তৃণমূলের শহীদ সমাবেশ ধর্মতলায়। ‘২১ জুলাইয়ের নাম করে চাঁদা তোলা যাবে না। কেউ দলের নির্দেশ অমান্য করলে দল থেকে বহিষ্কার’,  প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee)। এছাড়া উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বাসিন্দাদের আরও বেশি করে সমাবেশে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয় এদিনের বৈঠকে।

আরো পড়ুন- অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা দেশ! তিনটি ট্রেনে আগুন, পুলিশের গুলিতে নিহত ১

এদিন তৃণমূল ভবনে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন অভিষেক। তিনি সাফ বলেন, “একুশে সমাবেশের জন্য ১০ পয়সাও চাঁদা নেওয়া যাবে না। যদি কেউ দলের নির্দেশ অমান্য করে চাঁদা আদায় করে, তবে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। ২৪ ঘণ্টার মধ্যে কড়া হবে বহিষ্কার।” উল্লেখ্য, এর আগে হলদিয়ায় শ্রমিক সমাবেশে যোগ দিয়েও জোর করে টাকা আদায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন অভিষেক। তৃণমূল করলে এসব করা যাবে না, কড়া ভাষায় সেকথা জানিয়ে দিয়েছিলেন তিনি।

 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর