

ভারতে ক্রমশই ছড়াচ্ছে করোনাভাইরাস। মঙ্গলবার রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০। মঙ্গলবার দেশজুড়ে আরো ১৬ জনের শরীরে কোন ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা গেছে করা গিয়েছে। করা পর্যবেক্ষণে রাখা হয়েছে তাদের। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও করোনাভাইরাস মোকাবেলায় রাজ্যগুলিতে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু কি এই করোনা ভাইরাস! কিভাবে ছড়াচ্ছে তা মানুষের শরীরে, মানুষের শরীরে এই ভাইরাস প্রবেশ করলে মানুষের কি কি সমস্যা হবে হয় জেনে নি।
করোনাভাইরাস কি?
করোনা হলো এক রকমের ভাইরাস। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে খুব সুন্দর দেখতে এই ভাইরাসটি কে। গোলাকার শরীরে কাটা কাটা খোঁচার মত দেখতে। ঠিক যেন সূর্যরশ্মি। সেই কারণেই “সোলার করোনা” অনুসারে এর নাম দেওয়া হয়েছে করোনা।
করোনা ভাইরাস মূলত কাদের হয়?
করোনা ভাইরাস মূলত পশু পাখির শরীরের বসবাস করে। পশু-পাখিরাই এই ভাইরাসে আক্রান্ত হয়। ইঁদুর, বাদুড়, বিড়াল, গরু, উট এই সমস্ত প্রাণীদের দেহে বাসা বাঁধে করোনা ভাইরাস। তবে মাঝে মধ্যে মানুষকে আক্রমণ করে ফেলে এই ভাইরাস, যেমন এইবারটি হল।
কিভাবে হয় এই রোগ?
আগেই বলেছি করোনা ভাইরাস মূলত জন্তু-জানোয়ারের শরীরেই বসবাস করে। তাই এই রোগটি ছড়ায় জন্তু-জানোয়ারের থেকেই। চীন দেশের মানুষ ইঁদুর, বাদুড়, বিড়াল, গরু এই সমস্ত প্রাণীর মাংস খাদ্য হিসাবে ব্যবহার করেন। সেখান থেকেই ছড়িয়ে যায় মানুষের মধ্যে। ছড়ায় এই সমস্ত প্রাণী যারা কাটাকুটি করেন সেই সমস্ত কসাইদের মাধ্যমে।
চিনের উঁহহানের মার্কেটটি তে সি ফুডের সাথে সাথে বিভিন্ন ধরনের পশু পাখির মাংস বিক্রি হয়। আর সেই জন্যই এখনো পর্যন্ত ধরে নেওয়া হয়েছে যে সে রকম কোনো পশু কিংবা পাখির মাংস থেকেই এই ইনফেকশন ছড়িয়েছে। যদিও এখনো পর্যন্ত এর কোন পোক্ত প্রমাণ হাতে পাওয়া যায়নি।
মানুষের শরীরে করোনাভাইরাস ঢুকলে কি কি সমস্যা হয়?
মানুষের শরীরে এই করোনাভাইরাস ঢুকলে মূলত ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ দেখা দেয়। যেমন সর্দি-কাশি, গা হাত পা ব্যথা, শ্বাসকষ্ট, এমনকি নিউমোনিয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।
এই রোগ কিভাবে ছড়ায়?
প্রধানত হাঁচি-কাশি মাধ্যমে, কিংবা হ্যান্ডসেক করলে এই রোগ অন্যের শরীরে ছড়িয়ে পড়ে। তাই এই রোগে আক্রান্ত রোগীদের থেকে দূরে থাকাই ভালো।
এই রোগে আক্রান্ত হলে মারা যাওয়ার সম্ভাবনা কতখানি?
এই রোগে আক্রান্ত হলেই যে মানুষ মারা যাবে এরকম জোরালো তথ্য-প্রমাণ এখনো হাতে আসেনি। তবে মানুষ অবশ্যই মরে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে জানা গেছে ২০০৩ সালের করোনা ভাইরাসের তুলনায় এবারে করোনাভাইরাস অনেকটাই কম ক্ষতিকারক। এই করোনাভাইরাসে মারা যাচ্ছেন প্রধানত বয়স্ক ব্যক্তিরাই। যারা জটিল রোগে ভুগছেন, যাদের শরীরে ইমিউনিটি পাওয়ার কম তারাই প্রধানত মারা যাচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১১ই জানুয়ারী প্রথম যে ব্যক্তি মারা গিয়েছেন তার বয়স ৬১ বছর বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ১৬ জানুয়ারি যিনি মারা গেছেন তার বয়স ছিল ৪৯, এই ব্যক্তিটি সম্ভবত টিবিতে আক্রান্ত ছিলেন।
হঠাৎ করে এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেল কেন?
বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর পরিসংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত সারাবিশ্বে কোন ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৫০ জন। ভারতেও এখনো পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৬০ জন। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই। এর আগে স্রেফ ল্যাবরেটরীতে যাদের নমুনাতে করোনাভাইরাস পাওয়া গেছে তাদের রোগী বলে ধরা হতো। সেই জন্য চিনে যেকোনো নিউমনিয়াতে আক্রান্ত ব্যক্তিকেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগী হিসেবে ধরা হচ্ছে। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় “চেঞ্জ অফ কেস ডিফেন্স”। সেই জন্য সাধারণ মানুষের এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
করোনা ভাইরাসের কি কোন টিকা আবিষ্কার হয়েছে?
না, এখনো পর্যন্ত কোন ভাইরাসের কোনরকম প্রতিষেধক বা টিকা আবিষ্কার হয়নি। তবে গবেষণা চলছে ভবিষ্যতে কোরানা ভাইরাসের টিকা আবিষ্কার হয়ে যাবে।
যারা ১০ সেকেন্ড নিঃশ্বাস প্রশ্বাস আটকে রাখতে পারে না তাদের কি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
একদমই না, পুরোটাই গুজব।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স