পানিহাটি দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত ৩, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

পানিহাটি দই-চিঁড়ের মেলায় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত ৩, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - June 12, 2022

পানিহাটি দই-চিঁড়ের মেলায় হঠাৎ করেই শুরু হয়ে যায় চূড়ান্ত বিশৃঙ্খলা। তীব্র গরমে ভিড়ের চাপে অসুস্থ হয় মৃত্যু ৩ জনের। এর মধ্যেই অসুস্থ প্রায় ২৫ জন। তাঁদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর অসুস্থ।

পানিহাটিতে দীর্ঘ দিন ধরে চলে আসছে দণ্ড মহোৎসব। ৫০০ বছরের বেশি  প্রাচীন এই মেলা। পানিহাটির দণ্ড মহোৎসব তলায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কথিত আছে, মহাপ্রভু এখানে চিঁড়ে খেয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করেই এই মেলা শুরু হয়। এ বারের দণ্ড মহোৎসব ৫০৬তম। করোনার জন্য বছর দুয়েক এই মেলা বন্ধ ছিল। এ বার বরাবরের মতো মেলার আয়োজন করে পানিহাটি পুরসভা। সেখানে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন রবিবার। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন কয়েক জন। তিন জনের মৃত্যুও হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। মন্দিরে প্রবেশ আপাতত নিষিদ্ধ করা হয়েছে। মেলায় প্রবেশের ক্ষেত্রেও ভিড় নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরো পড়ুন- পুজোর থিম ‘বুর্জ খালিফা! খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিলো সর্বজয়ী ক্লাব

প্রাথমিক ভাবে জানা গিয়েছে ২৫ জনের বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনার পর অনুষ্ঠানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঘটনায় শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি টুইটে মমতা লিখেছেন, ‘পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে তাপ ও আর্দ্রতার কারণে ৩ জন বৃদ্ধ ভক্তের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত। পুলিশ কমিশনার এবং জেলাশাসক ঘটনাস্থলে গিয়েছেন। আহতদের সমস্ত সাহায্য করা হচ্ছে। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’

এই ঘটনার পরেই এলাকায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়। অসুস্থ পুন্যার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। যুদ্ধকালীন তৎপরতায় অসুস্থ পুন্যার্থীদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। এই মর্মে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ জানিয়েছেন, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে তিন পুন্যার্থীর। জানা গিয়েছে, ৫০-এরও বেশি পুন্যার্থী গরমে অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর