আম বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ! জখম ৫ - Bangla Hunt

আম বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ! জখম ৫

By Bangla Hunt Desk - June 12, 2022

মালদাঃ- আম বোঝাই ভুটভুটির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে জখম পাঁচ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ভুটভুটি ও বাইক চালক সহ মোট ১২ জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সকাল ১১ টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভালুকাগামী রাজ্য সড়কে বনসরিয়া মোড়ে। জখম হয়েছেন বাইক চালক সৌরভ আলি (১৮)ও বাইক আরোহী সাহাজাহান আলি(৪২)। তারা সম্পর্কে পিতা-পুত্র। জানা গেছে তাদের বাড়ি হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্রামে। অপরদিকে জখম হয়েছেন দুই ভুটভুটি আরোহী ও এক টোটো আরোহী। ভুটভুটি আরোহী একজনের নাম সরিফ সবজি (৪০) জানা গেলেও অপরজনের নাম জানা যায়নি। তাদের বাড়ি রতুয়া থানার দেবিপুর এলাকায়। আহত টোটো আরোহীর নাম বিজলী রায়।তার বাড়ি কুশিদা গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে। স্থানীয়রা পাঁচজনকে আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে বাইক আরোহী সাহাজাহান আলির আশঙ্কা জনক অবস্থা দেখে ডাক্তারবাবুরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন। বাকি চারজনের চিকিৎসা হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চলছে।

 

ভুটভুটি চালক জামসেদ আলি জানান,এদিন
রতুয়ার দেবিপুর থেকে ভুটভুটিতে আম বোঝাই করে ভালুকাগামী রাজ্য সড়ক ধরে তুলসীহাটা মার্কেটে বিক্রি করতে আসছিল,অপরদিক থেকে আসা এক বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে ভুটভুটিতে মুখোমুখি ধাক্কা মারলে বাইক চালক ও আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর ভাবে জখম হয় এবং ভুটভুটিতে থাকা দুইজন ব্যক্তিও গুরুতর ভাবে জখম হয়।

আরো পড়ুন- মালদায় ক্যান্সার আক্রান্তদের জন্য চুল দান করল ১৩ জন

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর