পঞ্চায়েতের বিদ্যুৎ নিয়ে প্রধানের ছেলের জন্মদিনের পার্টি! অফিসের জমিতেই চলল জমিয়ে মদ মাংস - Bangla Hunt

পঞ্চায়েতের বিদ্যুৎ নিয়ে প্রধানের ছেলের জন্মদিনের পার্টি! অফিসের জমিতেই চলল জমিয়ে মদ মাংস

By Bangla Hunt Desk - June 08, 2022

হুগলিঃ রাত বাড়তেই আচমকা গান বাজনার আওয়াজ। পঞ্চায়েত অফিসের সামনে যে রীতিমত হুল্লোড় চলছে, তা বেশ বুঝতে পারলেন এলাকার বাসিন্দারা। বিষয়টা নজরে পড়তেই প্রতিবাদ জানাতে ছুটে যান অনেকেই। অভিযোগ, পঞ্চায়েতের বিদ্যুৎ সংযোগ নিয়ে ডিজে বাজিয়ে চলছে প্রধানের ছেলের জন্মদিনের অনুষ্ঠান! অফিসের জমিতেই জমিয়ে চলছে মদ মাংস খাওয়া দাওয়া। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকায়। সোমবার রাতে ওই ঘটনা নজরে আসার পর মঙ্গলবার সকালে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান।

আরো পড়ুন- ভুয়ো ডাক্তার সেজে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে ঘোরাঘুরি! আটক যুবক

চাঁপাডাঙার বাসিন্দাদের একাংশের অভিযোগ সোমবার রাতে চাঁপাডাঙা পঞ্চায়েতের প্রধান সোমা চট্টোপাধ্যায়ের ছেলে রাজ চট্টোপাধ্যায় তাঁর বন্ধুদের নিয়ে জন্মদিনের অনুষ্ঠান করছিলেন পঞ্চায়েত সংলগ্ন মাঠে। তাতে পঞ্চায়েত দফতর থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বাজানো হচ্ছিল ডিজেও। বিষয়টি নিয়ে সোমবার রাতেই স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ওই পঞ্চায়েত প্রধানের ছেলে।

তাঁদের দাবি, পঞ্চায়েতের কাজে ব্যবহার হয় যে অফিস, সেই জায়গায় কেন জন্মদিনের অনুষ্ঠান হবে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরো পড়ুন- নবী মহম্মদকে নিয়ে মন্তব্যের জের, দিল্লি সহ চার রাজ্যে আত্মঘাতী হামলার হুমকি আল-কায়দার

যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, টাকা উপার্জনের জন্যই ওই অফিস ভাড়ায় দেওয়া হয়, এ ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার ছেলের জন্মদিনের পাশাপাশি ওই দিন তার এক বন্ধুরও জন্মদিন ছিল। তিনিও ভাড়া চেয়ে আবেদন করেছিলেন। আমরা বিদ্যুৎ সংযোগের জন্য অনুমতি দিয়েছিলাম। আমরা যে অনুমতি দিয়েছিলাম তার রসিদও আছে। এই বিষয়টি নিয়ে পঞ্চায়েতকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর