অনেক আশা নিয়ে ত্রিপুরায় (Tripura) পা রেখেছিল তৃণমূল কংগ্রেস। বাংলায় বিজেপিকে গোহারা হারিয়ে ত্রিপুরা (Tripura) দখলের স্বপ্ন বুনেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেসকে ভেঙে ফের ত্রিপুরায় (Tripura) নতুন ইউনিট তৈরি করেন তাঁরা। আশায় ছিলেন, বিজেপি ছেড়ে প্রাক্তন তৃণমূলীদের ঘরওয়াপসি হবে। কিন্তু ঘর ওয়াপসি হয়েছে তাঁদের। ঘর ওয়াপসি হয়েছে কংগ্রেসে।
আরো পড়ুন- BJP: সংগঠন ভেঙে তলানিতে, খোঁজ নেই অধিকাংশ বুথ সভাপতির! নাড্ডার সফরের আগে বেজায় চাপে শুভেন্দু-সুকান্ত
কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপিতে যাওয়া নেতারা একদিকে হয়ে গিয়েছেন। সুদীপ রায় বর্মনের নেতৃত্বে তাঁদের একাংশ বিজেপি ছেড়ে আর তৃণমূলে ফিরে যাননি, তাঁরা একেবারে ফিরে এসেছেন কংগ্রেসে। ফলে মুষড়ে পড়া কংগ্রেস ফের জেগে উঠেছে ত্রিপুরায়। ত্রিপুরায় হঠাৎই তৃণমূলকে ব্যাকফুটে ফেলে উত্থান ঘটতে চলেছে কংগ্রেসের।
ত্রিপুরায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক
আসন্ন ২০২৩ বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস চেষ্টা নিজেদের গুছিয়ে নিয়ে বিজেপির চ্যালেঞ্জার হয়ে ওঠার। মিশন তেইশে নামার আগে কংগ্রেস আসন্ন উপনির্বাচনের প্রাক্কালে দলের শক্তি বাড়াতে তৈরি হয়েছে। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফেরার হিড়িক পড়েছে। গতবছর পুর নির্বাচনের আগে কংগ্রেসকে ভাঙিয়ে ত্রিপুরায় শক্তি বাড়িয়েছিল তৃণমূল। সুদীপ রায় বর্মনদের ঘরওয়াপসির পরে সেই স্রোত বইছে উল্টোদিকে। শনিবার তৃণমূলের প্রাক্তন রাজ্য সভাপতি দুলাল দাস যোগ দেন কংগ্রেসে।
কংগ্রেস-জোটই হয়ে উঠছে প্রধান প্রতিপক্ষ
ত্রিপুরায় ক্রমশ অপ্রাসঙ্গিক হতে বসা কংগ্রেসের কৌশলী সিদ্ধান্ত আবার ত্রিপুরার রাজ্য রাজনীতিকে আন্দোলিত করে দিল। শুধু বিজেপির কপালেই নয় কংগ্রেস চিন্তার ভাঁজ ফেলে দিল তৃণমূল কংগ্রেস ও সিপিএমকেও। ত্রিপুরার আসন্ন উপনির্বাচনে কংগ্রেস-জোটই হয়ে উঠছে প্রধান প্রতিপক্ষ। তৃণমূল ক্রমশ ব্যাকফুটে চলে যাচ্ছে।
ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ কি?
আগামী ২৩ জুন ত্রিপুরার উপনির্বাচন, তার আগে ত্রিপুরায় খেলা জমিয়ে দিয়েছে কংগ্রেস। তৃণমূলক পাল্টা ঝটকা দিয়েছে। প্রথমত তৃণমূল ভেবেছিল সুদীপ রায় বর্মনরা তাঁদের দলেই ফিরে আসবেন, তা হয়নি। তাঁরা ফিরেছে কংগ্রেসে। তারপর সুদীপ রায় বর্মের হাত ধরে তৃণমূল ছেড়ে অনেকেই আসছে কংগ্রেসে। তাঁরা স্পষ্ট বলছে ত্রিপুরায় তৃণমূলের কোনও ভবিষ্যৎ নেই।
কংগ্রেস অক্সিজেন পেয়েছে ত্রিপুরায়
আর কংগ্রেস অক্সিজেন পেয়েই চার কেন্দ্রের উপনির্বাচনে দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। আগরতলা থেকে প্রার্থী হচ্ছেন সুদীপ রায় বর্মন আর বরদোয়ালি টাউন থেকে প্রার্থী বিজেপি ত্যাগী আশিস সাহা। এই বরদোয়ালি থেকেই ভোটে লড়বেন ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা। দুই সাহার লড়াই এবার এই কেন্দ্রে। গতবার এই কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন আশিস সাহা। এবার তিনি কংগ্রেস প্রার্থী। কংগ্রেস যুবরাজনগরেও প্রার্থী দেবে। কিন্তু সুরমা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেবে না। তারা এই কেন্দ্রটি টিপ্রার জন্য ছেড়ে রাখছে।
বিজেপির জন্য অশনি সংকেত কংগ্রেস-জোট
কংগ্রেসের এই পদক্ষেপে স্পষ্ট ২০২৩-এ কংগ্রেস নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে। বিজেপির জন্য অশনি সংকেত বয়ে আনছে তারা। কংগ্রেসের এই উত্থান দেখে অঙ্ক কষা শুরু করে দিয়েছে সিপিএম ও সদ্য ত্রিপুরায় পা দেওয়া তৃণমূল। বিজেপিও চিন্তিত। কারণ টিপ্রার সঙ্গে কংগ্রেসের জোট হওয়ার অর্থ সিংহভাগ জনজাতি ভোট তাদের দিকে চলে যাবে, যা আগেরবার বিজেপির দিকে এসেছিল আইপিএফটির সৌজন্যে। এবার আইপিএফটির অস্তিত্ব নেই।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!