অন্ধকারে কৃত্রিম লিঙ্গ লাগিয়ে সেক্স! একই ব্যাক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ৩ তরুণীর - Bangla Hunt

অন্ধকারে কৃত্রিম লিঙ্গ লাগিয়ে সেক্স! একই ব্যাক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ৩ তরুণীর

By Bangla Hunt Desk - May 28, 2022

অন্ধকারে কৃত্রিম লিঙ্গ লাগিয়ে যৌন মিলনের অভিযোগ উঠল লন্ডনের এক ব্যক্তির বিরুদ্ধে। নাম তরজিৎ সিংহ। তরজিৎ তাঁদের ঠকিয়েছেন, এমনকি ধরা পড়ার পর নিগ্রহও করেছেন, এই অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন তিন তরুণী।

আরো পড়ুন- মাদক কান্ডে শাহরুখ-পুত্রকে ক্লিনচিট! সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ

কিন্তু কী করে এমন কাণ্ড ঘটালেন ওই ব্যক্তি? তিন তরুণীর দাবি, যৌন মিলনের সময় আলো নিভিয়ে দিতেন তরজিৎ, পরে থাকতেন পোশাক। কিন্তু বেশি দিন চলেনি এই কাজ। তরুণীরা ধরে ফেলেন যে বিশেষ ভাবে নির্মিত কোমরবন্ধ দিয়ে বাঁধা ‘প্রস্থেটিক লিঙ্গ’ লাগিয়ে রেখেছেন তরজিৎ।

আরো পড়ুন- বাংলাদেশে ছাত্রকে ধর্ষন! অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গনপিটুনি জনতার

স্থানীয় প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ধরা পড়ার পরই আক্রমণাত্মক হয়ে ওঠেন তরজিৎ। প্রতারণা ছাড়াও শারীরিক নিগ্রহ ও খুনের হুমকি দেওয়ারও অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। আসলের মতো প্রস্থেটিক লিঙ্গ নির্মাণকারী একটি সংস্থার ওয়েবসাইটেও যাতায়াত ছিল তাঁর, অন্তত প্রাথমিক তদন্তে তরজিতের মোবাইল থেকে পাওয়া তথ্য এমনটাই বলছে বলেও খবর স্থানীয় প্রশাসন সূত্রে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর