Sealdah Metro: ৩১ মে তারিখ উদ্বোধন হতে চলেছে শিয়ালদা মেট্রো - Bangla Hunt

Sealdah Metro: ৩১ মে তারিখ উদ্বোধন হতে চলেছে শিয়ালদা মেট্রো

By Bangla Hunt Desk - May 24, 2022

অবশেষে প্রতিক্ষার অবসান, আগামী ৩১ মে তারিখ উদ্বোধন হতে চলেছে শিয়ালদা মেট্রো (Sealdah Metro)। এই উদ্বোধন অনুষ্ঠানে আসতে চলেছেন রেলমন্ত্রী Ashwini Vaishnav। ইতিমধ্যে শিয়ালদহ স্টেশন চালু করার জন্য অনুমতি দিয়েছে কমিশনার অফ রেলওয়ে সেফটি। তবে কবে ইস্ট ওয়েস্ট মেট্রো শিয়ালদহ পর্যন্ত আসবে, স্পষ্ট হচ্ছিল না। শেষ পর্যন্ত এই মাসের শেষে সেই বাধা কাটবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, রেল বোর্ডের তরফে ফোন করে শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ৩১ মে তারিখ উদ্বোধনের দিন কলকাতায় আসতে পারেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি থেকে ভার্চুয়ালি এই মেট্রো স্টেশনের উদ্বোধন করতে পারেন। গত ২৪ মার্চ শিয়ালদহ মেট্রো স্টেশন খুলে দেওয়ার জন্য সম্মতি দেয় কমিশনার অফ রেলওয়ে সেফটি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর