Covid 4th Wave: মাথা ব্যাথা, জ্বর কি করোনার লক্ষন? জানুন চতুর্থ ঢেউয়ের আগে - Bangla Hunt

Covid 4th Wave: মাথা ব্যাথা, জ্বর কি করোনার লক্ষন? জানুন চতুর্থ ঢেউয়ের আগে

By Bangla Hunt Desk - May 23, 2022

Coronavirus: করোনা কিন্তু এখনও আমাদের মধ্যে থেকে যায়নি। এই কারণেই তৈরি হচ্ছে একের পর এক সমস্যা। এক্ষেত্রে চতুর্থ ঢেউ (Covid 4th Wave) যে আসন্ন তাও বলছে IIT. এই অবস্থায় দাঁড়িয়ে মাথা ব্যথা হলে কি সতর্ক হয়ে যেতে হবে? জানুন গবেষণা কী বলছে!

আরো পড়ুন- NEET UGC: নেট পরীক্ষা নিয়ে বড় আপডেট! অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

করোনা নিয়ে মানুষের যন্ত্রণার শেষ নেই। এই ভাইরাস মাঝেমাঝেই মানুষকে সমস্যায় ফেলে দিচ্ছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই ভাইরাস নিয়ে সতর্ক থাকতে হবে। আসলে করোনা কোনওভাবেই মানুষকে ছেড়ে কথা বলছে না। এক্ষেত্রে বারবার এই ভাইরাস নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সেই কারণেই অহরহ ভাইরাস নিজেকে বদলে নিচ্ছে। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়গুলি নিয়ে হয়ে যেতে হবে সতর্ক।

আসলে করোনার গতিপ্রকৃতি একটু অন্যরকম। এই ভাইরাস প্রথমত নিজেকে বদলে নিতে পারে। আর বদলে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাস হয়ে যায় অত্যন্ত সংক্রামক। অর্থাৎ প্রথমে হয়তো যে কয়েকজনের মধ্যে ভাইরাস ছড়িয়ে যেতে পারত, এখন ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অনেকগুণ বেশি। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

আসলে করোনার (Corona) মিউটেশনের মাধ্যমে তার স্পাইক প্রোটিনে (Spike Protein) ঘটে যাচ্ছে অনেক পরিবর্তন। আর এই পরিবর্তনই তৈরি করে দিচ্ছে মারাত্মক সমস্যা। তাই প্রতিটি মানুষকে এই বিষয়গুলি নিয়ে অবশ্যই হয়ে যেতে হবে সতর্ক। এক্ষেত্রে কয়েকটি ভুল একেবারেই করা যাবে না।

এবার করোনার ক্ষেত্রে মাথা ব্যথা (Headache) ও জ্বর (Fever) থাকা খুবই স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে এই দুটি লক্ষণ (Corona Symptoms) একসঙ্গে দেখা না যেতেও পারে। আসুন সেই সম্পর্কে জানা যাক।

​কতটা দেখা যায় এই সমস্যা?

বিভিন্ন গবেষণা জানাচ্ছে যে ১০ থেকে ৭০ শতাংশ কোভিড রোগীর মাথা ব্যথা (Headache) থাকে। অপরদিকে ২৫ শতাংশ ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা দেখা যায়। এমনকী ৭৫ শতাংশ রোগীর টেনশন হেডেক দেখা যায়। ২০২১ সালের একটি রিভিউ স্টাডি জানায়, ১৭ হাজার ৫১৫ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৯.৪৩ শতাংশের জ্বর রয়েছে। এমনকী রিপোর্ট বলছে ওমিক্রনের প্রথম ৫টি লক্ষণের মধ্যে ১টি হল মাথা ব্যথা।

​জ্বর ও মাথা ব্যথার মধ্যে যোগ

জার্নাল অব হেডেক অ্যান্ড পেইনে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে যে ৫৭৬ জন করোনা আক্রান্তের রয়েছে জ্বর, শরীরে ব্যথা, গন্ধ চলে যাওয়া ইত্যাদি। অন্যদিকে ২০২০ সালের ডিসেম্বরের একটি গবেষণা বলছে যে ১১২ স্বাস্থ্যকর্মীদের মধ্যে জ্বর ও মাথা ব্যথার মধ্যে কোনও একটি সমস্যাই রয়েছে। অর্থাৎ দুটি সমস্যা একত্রে নেই। এনারা প্রত্যেকেই কিন্তু করোনায় আক্রান্ত।

​লং কোভিডের লক্ষণ কী?

জ্বর থাকুক আর না থাকুক, লং কোভিডের (Long Covid) অন্যতম লক্ষণ হল মাথা ব্যথা। বিশেষজ্ঞরা বলছেন, কোভিডের কারণে শরীরে নিজের মতো করে জীবাণুর সঙ্গে লড়াই করে। এই লড়াইয়ের কারণেই মাথা ব্য়থা হয়ে থাকে। বিশেষত, ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বেশি সমস্যা হয়। এছাড়া ওমিক্রনে আক্রান্তদের ৩ দিন থাকে মাথা ব্যথা। এক্ষেত্রে মাথা ব্যথার ওষুধ খাওয়ার পরও সমস্যা কাটতে চায় না অনেকসময়। তবে বেশিরভাগ ক্ষেত্রে লং কোভিড হিসাবে থাকে না জ্বরের লক্ষণ।

​২০২১ সালের রিভিউ

২০২১ সালের একটি গবেষণায় বিশেষজ্ঞরা লং কোভিডের ৫৫টি লক্ষণ খুঁজে বের করে আনা হয়। এক্ষেত্রে তাঁদের মতে করোনার পর ১৪ থেকে ১১০ দিন পর্যন্ত কোনও লক্ষণ থাকলে লং কোভিড বলা যেতে পারে। এই গবেষণায় বলা হয়েছে যে করোনা আক্রান্ত প্রায় ৮০ শতাংশ অন্তত একটি লং কোভিডের লক্ষণে ভোগেন। এক্ষেত্রে লং কোভিড আক্রান্তদের মধ্যে ক্লান্তি ৫৮ শতাংশ, মাথা ব্যথা ৪৪ শতাংশ, মনোযোগ না দিতে পারা ২৭ শতাংশ মানুষের থাকে।

​কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

আপনার যদি সন্দেহ হয় যে কোভিড হয়েছে তাহলে প্রথমেই নিজেকে আলাদা করে নিন। তারপর টেস্ট করুন। টেস্টে রিপোর্ট পজিটিভ এলে বাড়িতেই হয়ে যাক চিকিৎসা। কোনও সমস্যা হওয়ার আশঙ্কা নেই। তবে শ্বাসকষ্ট হলে বা অন্য কোনও সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।

বিদ্র: প্রতিবেদনটি সচেতনতার উদ্দেশ্যে লেখা হয়েছে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর