NEET UGC: নেট পরীক্ষা নিয়ে বড় আপডেট! অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি - Bangla Hunt

NEET UGC: নেট পরীক্ষা নিয়ে বড় আপডেট! অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ইউজিসি

By Bangla Hunt Desk - May 23, 2022

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের পরীক্ষা নেট-এর ২০২১-এর ডিসেম্বর এবং ২০২২ জুন সার্কলের জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়াল ন্যাশনাল টেস্টিং এজেন্সি(এনটিএ)। আবেদনের সময়সীমা ২০২২-এর ৩০ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছেন ইউজিসি-র চেয়ারম্যান মমিদালা জদেশ কুমার।

আরো পড়ুন- ৩০ মে ব্যারাকপুরে অভিষেকের জনসভায় তৃনমূলে যোগ দেবেন অর্জুনের বিধায়ক পুত্র পবন

রবিবার ইউজিসির এম জগদেশ কুমার জানান, প্রার্থীদের আর্জি পেয়ে ইউজিসি নেটের (UGC NET December 2021 & June 2022) আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ugcnet.nta.ac.in-এ লগ ইন করে আবেদনকারীরা তাঁদের আবেদনপত্রে পরিবর্তনও করতে পারবেন। আগামী ৩০ মে পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। সেইদিন পর্যন্ত ফি জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, ২০ মে আবেদনের শেষ সময়সীমা ছিল এবং ২১ মে পর্যন্ত আবেদনপত্র সংশোধন করার সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমা বাড়াল ইউজিসি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর