৩০ মে ব্যারাকপুরে অভিষেকের জনসভায় তৃনমূলে যোগ দেবেন অর্জুনের বিধায়ক পুত্র পবন - Bangla Hunt

৩০ মে ব্যারাকপুরে অভিষেকের জনসভায় তৃনমূলে যোগ দেবেন অর্জুনের বিধায়ক পুত্র পবন

By Bangla Hunt Desk - May 23, 2022

রবিবার ব্যারাকপুর লোকসভার সাংসদ অর্জুন সিংহ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন। আর এর পরেই জানাযায় তাঁকে নিয়ে ব্যারাকপুর লোকসভায় জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ মে ব্যারাকপুর লোকসভার শ্যামনগরে অন্নপূর্ণা জুটমিলের মাঠে জনসভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই সভাতেই অর্জুনের বিধায়ক পুত্র তৃণমূলে যোগ দিতে পারেন। ২০১৯ সালেবাবা অর্জুন বিজেপি-তে যোগ দিয়ে ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। ২০১৯ সালের লোকসভা ভোটের সময়তেই ভাটপাড়ার বিধানসভার উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে মনোনয়ন পান অর্জুন পুত্র।

আরো পড়ুন- রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা দিতে গিয়ে ভিন্‌রাজ্যের ৮ ভুয়ো পরীক্ষার্থী আটক

প্রথম বার দাঁড়িয়েই জয় পান পবন। ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত বিজেপি বিধায়ক ছিলেন তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটে ফের ভাটপাড়া থেকে প্রার্থী হন পবন। সেবার ব্যারাকপুর লোকসভার ছ’টি আসনে বিজেপি প্রার্থীরা পরাজিত হলেও, ভাটপাড়ায় জয় পান অর্জুন পুত্র। যদিও, জেতার পর থেকেই বিজেপি পরিষদীয় দলে খুব বেশি সক্রিয় নন পবন। বিধানসভার অধিবেশনেও বিজেপি বিধায়কদের সঙ্গে কখনও শাসকদলের বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায়নি তাঁকে।

রবিবার অর্জুন তৃণমূলে যোগ দিলেও, বাবার সঙ্গে শাসক দলে যোগ দিতে দেখা যায়নি তাঁকে। পুত্রের তৃণমূলে যোগদান নিয়ে প্রশ্ন করা হলে অর্জুন বলেছেন, ‘‘তৃণমূল নেতৃত্ব দরজা খুলে দিলে গোটা বিজেপিটাই তৃণমূলে চলে আসবে।’’সূত্রের খবর, ৩০ মে পবন-সহ অর্জুন অনুগামীদের তৃণমূলে যোগদান করাতেই অভিষেক ব্যারাকপুরেএসে সভা করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর