

বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছে তৃণমূলে যোগ দিতে পারেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং (Arjun Singh)। শনিবার নতুন করে জল্পনা ছড়ায় রবিবারই নাকি তৃণমূলে যোগ দিতে পারেন তিনি? এরপরই দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে অর্জুন সিংয়ের ছবি দিয়ে ‘স্বাগতম’ লেখা ব্যানার। বারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর, ভাটপাড়ার ছাড়াও জগদ্দলের মেঘনা মিল, শ্যামনগর ঝাউতলা মোড়-সহ ঘোষপাড়া রোডের বিভিন্ন জায়গায় পোস্টার পড়তে দেখা যায়।
আরো পড়ুন- মুসলমান ভেবে বেধরক মার, মধ্যপ্রদেশে মৃত্যু বৃদ্ধার, ভাইরাল ভিডিও
তবে সূত্রের খবর, আগামিকাল সকাল দশটার পর তিনি তাঁর সিদ্ধান্ত জানাতে চলেছেন। সংবাদমাধ্যমকে তাঁর বাড়িতে ওই সময় তিনি আসতে বলেছেন। রাজ্যে নয়, দিল্লি গিয়েও তৃণমূলে যোগ দিতে পারেন বলে সূত্রের খবর। এই খবর চাউর হতেই হালিশহর, শ্যামনগর, ভাটপাড়ার বিভিন্ন এলাকায় তাঁকে তৃণমূলে স্বাগত জানিয়ে বেশ কিছু পোস্টারও পড়েছে।
যদিও অর্জুনের দাবি, বিভ্রান্তি ছড়ানোর জন্য তৃণমূল (TMC) এই কাজ করেছে। তিনি বলেন, “বিগত প্রায় এক মাস ধরে দলবদল নিয়ে জল্পনা তো প্রতিদিনই কেউ না কেউ তৈরি করছে। যদি যোগদান সত্যিই করি তাহলে তো সবাই জানতেই পারবে।” যখন একটি মহল বলছে, যে কোনও দিনই শাসকদলে ফিরছেন অর্জুন, তখন যোগদানের জল্পনার বিষয়টি উড়িয়েও দেননি তিনি এদিন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নতুন একটি পোস্টও করেছেন। লিখেছেন, “শুনেছি সমুদ্র নাকি আজ নিজেকে নিয়ে গর্ব করে। যেদিকে ঝড় এসেছে সেদিকেই নৌকা নিয়ে চলো।” একই দিনে পোস্টার এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট, এই দুই ঘটনায় প্রশ্ন, অর্জুন সিংয়ের তৃণমূল যোগদান কি শুধুমাত্র সময়ের অপেক্ষা?
প্রসঙ্গত, দিনকয়েক আগে বঙ্গ বিজেপির নেতৃত্বকে নিশানা করে তাঁকে গুরুত্বহীন করে রাখার বিস্ফোরক অভিযোগ করেছিলেন অর্জুন। বিজেপি সাংসদ বলেছিলেন, আপনি আমাকে চেয়ার দিলেন, কলম দিলেন, সেই কলমের কালি নেই। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। কেন্দ্রীয় সরকার কাঁচা পাটের (Jute) দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিলেও, দলবদলের জল্পনা জিইয়ে রাখলেন অর্জুন সিং (Arjun Singh)। পাটের দাম নিয়ে গত কয়েকদিন ধরেই মোদী সরকারের সঙ্গে সংঘাত চলছিল অর্জুন সিংয়ের সঙ্গে। দলের একাংশের বিরুদ্ধেও বিস্ফোরক অভিযোগ করতে শোনা গিয়েছে তাঁকে।
আরো পড়ুন- সঙ্গমের পর এই ৫টি কাজ ভুলেও করবেন না, তা না হলে বড়সড় বিপদে পরবেন আপনিও
স্বাভাবিকভাবেই রাজ্য বিজেপির সঙ্গে সাংসদের দূরত্বও তৈরি হয়েছে। সম্প্রতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি গোপন বৈঠক করেছিলেন অর্জুন সিংয়ের সঙ্গে। সূত্রের খবর, সেখানে শুভেন্দু কার্যত হাতেপায়ে ধরে অর্জুনকে বুঝিয়েছেন, দল না ছাড়ার জন্য। তারপর থেকেই দলের বিরুদ্ধেই তোপ দাগতে শুরু করেছেন বিজেপি সাংসদ। বিজেপির একটি সূত্র বলছে, ২৫ মে’র মধ্যে গেরুয়া শিবির ছাড়তে পারেন বারাকপুরের সাংসদ।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স