লক্ষদ্বীপ থেকে ১৫২৬ কোটি টাকার হেরোইন উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর - Bangla Hunt

লক্ষদ্বীপ থেকে ১৫২৬ কোটি টাকার হেরোইন উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর

By Bangla Hunt Desk - May 21, 2022

গভীর সমুদ্রে অভিযান চালিয়ে লক্ষদ্বীপ থেকে ১৫২৬ কোটি টাকার হেরোইন উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। আগামী কয়েক দিনের মধ্যে তামিলনাড়ু থেকে সমুদ্রপথে আরব সাগরের কোনও এক জায়গায় মাদক পাচার হতে পারে। গোয়েন্দারা আগেই উপকূলরক্ষী বাহিনীকে সতর্ক করেছিলেন। তার পর থেকেই লক্ষদ্বীপের উপকূলে কড়া নজরদারি চালাচ্ছিল উপকূলরক্ষী বাহিনী। শুক্রবার রাত হতেই দু’টি নৌকা নজরে আসে তাদের। এক মুহূর্ত দেরি না করে দু’টি নৌকাকে তাড়া করে উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার হয় বিপুল পরিমাণ হেরোইন।

আরো পড়ুন- সঙ্গমের পর এই ৫টি কাজ ভুলেও করবেন না, তা না হলে বড়সড় বিপদে পরবেন আপনিও

গোয়েন্দাদের কাছে কিছুদিন আগেই খবর আসে, দু’টি ভারতীয় নৌকা তামিলনাড়ু থেকে যাত্রা শুরু করার পর আরব সাগরের কোনও এক জায়গা মে মাসের দ্বিতীয়-তৃতীয় সপ্তাহে প্রচুর মাদক তুলবে। সেই মাদকবোঝাই নৌকা ধরতে মে মাসের ৭ তারিখ নাগাদ ময়দানে নামেন তদন্তকারীরা। যে সমস্ত সম্ভাব্য জায়গা থেকে এই মাদক তোলা হতে পারে, তেমন বেশ কয়েকটি জায়গায় শুরু হয় নজরদারি। প্রিন্স ও লিটল জেসাস নামে দু’টি নৌকার উপরে প্রথম থেকেই সন্দেহে ছিল তদন্তকারীদের। এরপরই উপকূলরক্ষী বাহিনী ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স ১৮ মে লক্ষদ্বীপের উপকূলে নৌকা দু’টিকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর নৌকার কর্মীরা স্বীকারও করেন যে হেরোইন তুলেছিলেন তাঁরা। ‘হাইগ্রেড’ এই হেরোইনের বাজারমূল্য প্রায় ১৫২৬ কোটি টাকা।

গত এক মাসে এই নিয়ে চতুর্থবার বিপুল মাদক উদ্ধার করল উপকূল রক্ষী বাহিনী । এর আগে গত ২০ এপ্রিল ২০৫.৬ কেজি হেরোইন উদ্ধার করে। কান্দলা বন্দর থেকে তা উদ্ধার হয়। ৩৯৬ কেজি মাদক উদ্ধার হয় গত ২৯ এপ্রিল। ৬২ কেজি হেরোইন এয়ার কার্গো কমপ্লেক্সে পাওয়া যায় গত ১০ মে। সব মিলিয়ে প্রায় আড়াই হাজার কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর