Chief Minister Of Tripura: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা - Bangla Hunt

Chief Minister of Tripura: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা

By Bangla Hunt Desk - May 14, 2022

শনিবার দুপুরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন বিপ্লব দেব। তারপর বিজেপির দুই কেন্দ্রীয় নেতা বিনোদ তাওড়ে ও ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে বৈঠক করে বিজেপি পরিষদীয় দল। সেখানেই চূড়ান্ত হয়, পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন মানিক সাহা (Manik Saha)। এমনটাই সূত্রের খবর। বিপ্লব দেবই পরিষদীয় দলের বৈঠকে মানিকবাবুর নাম প্রস্তাব করেন। সর্বসম্মতিতে তা গৃহীত হয় বৈঠকে। ত্রিপুরা বিজেপির বর্তমান রাজ্য সভাপতি মানিক সাহা। তিনি রাজ্যসভার সাংসদও। সম্ভবত আজই রাজভবনে যাচ্ছেন মানিক সাহা (Manik Saha)।

২০১৬ সালে বিপ্লব দেব ছিলেন ত্রিপুরা বিজেপির সভাপতি। ২০১৮ সালে তিনি ভোটে জেতার মুখ্যমন্ত্রী হন। তবে বিপ্লবকে নিয়ে দলীয় স্তরে বিক্ষোভ দেখা যায়। তাঁকে নিয়ে বেশ অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবির। বেঁফাস মন্তব্যের জন্যও সমালোচিত হন বিপ্লব। এই পরিস্থিতিতে ত্রিপুরায় তাঁর জন্য দলের ভাবমূর্তিতে প্রভাব পড়ছিল বলে অভিযোগ।

আরো পড়ুন- Arjun Singh: তৃনমূলে ফিরছেন অর্জুন? পাটশিল্প নিয়ে বিদ্রোহের মাঝে ঘর ওয়াপসি’র ইঙ্গিত

প্রসঙ্গত, রাজ্যসভায় সাংসদ হয়েছিলেন মানিক সাহা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিলে তাঁকে সাংসদ পদ ত্যাগ করতে হবে। এদিকে মানিক সাহা বলেন, নতুন দায়িত্ব পেলাম। এতদিন যে ভাবে বিজেপির একজন কার্যকর্তা হিসেবে কাজ করেছি, এখনও তাই করব।’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর